সোশ্যাল মিডিয়ায় এমন অনেক কিছুই ভাইরাল হয় যা দেখে কার্যত তাজ্জব বনে যাওয়া ছাড়া কোনও উপায় থাকে না। একইসঙ্গে জনপ্রিয় হওয়ার জন্য ট্রেনে নাচের ভিডিও করছেন অনেকেই। চলন্ত ট্রেনে বা স্টেশনে রিলস বানিয়ে কীভাবে রাতারাতি ভাইরাল হওয়া যায় তাই নিয়েই চিন্তায় মশগুল এক শ্রেণীর ছেলেমেয়ে। যার জেরে নাজেহাল হতে হয় আম জনতাকে। এবার এইরকম এক ভিডিও ফের ভাইরাল হল।
সম্প্রতি দিল্লি মেট্রোতে নাচের এক ভিডিয়োই নজর কাড়ল সকলের। এবারের ঘটনা খাস কলকাতার। কলকাতা মেট্রোয় এক তরুণীর নাচের ভিডিও ভাইরাল হল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রোতে ভর্তি লোক। সকলেই মোটামুটি নিজেদের আসনে বসে রয়েছেন। আর মাঝে ফাঁকা জায়গায় নাচতে শুরু করেন তিনি। ‘স্ত্রী ২’ ছবির জনপ্রিয় গান ‘আজ কি রাত’ গানে দাপিয়ে নাচতে দেখা যায়।
ইনস্টাগ্রামে পোস্ট করে সহেলি ক্যাপশনে লেখেন, ‘জনতার দাবিতেই করা’। এই ভিডিয়ো নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কিছুদিন আগে দিল্লি মেট্রোতেও তেমন এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রোতে তেমন ভিড় নেই। দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন এক মহিলা। সেই সময়ই হঠাৎ ফ্রেমে দেখা যায় এক যুবতীকে।আর ভোজপুরী গানের সঙ্গে নাচতে শুরু করেন তিনি।
এরপরেই দেখা যায়, দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলার একেবারে গায়ের কাছে গিয়ে নাচতে শুরু করেন যুবতী। তাতেই চরম বিরক্ত হন ওই মহিলা। সেই অভিব্যক্তি ফুটে ওঠে তাঁর চোখে মুখে।
প্রায়ই ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রেনের মধ্যে নাচ করছেন তরুণ-তরুণরা। কখনো চলন্ত ট্রেনে বেলি ডান্স করতে দেখা গিয়েছে এক তরুণীকে। আবার কখনো লোকাল ট্রেনের ভিড় কামরাতেও বাকি যাত্রীদের সরিয়ে দিয়ে অশ্লীল নাচ করছেন কেউ কেউ।