বৃষ্টি ভেজা সন্ধ্যেয় রাস্তার মাঝে নেচে মাতালেন কৌশানি! হা করে তাকিয়ে রইল আমজনতা

Avatar

Published on:

বৃষ্টি ভেজা সন্ধ্যেয় রাস্তার মাঝে নেচে মাতালেন কৌশানি! হা করে তাকিয়ে রইল আমজনতা

বুধবার নিউ মার্কেটের জনবহুল এলাকায় হঠাৎ হাজির কৌশানী, সঙ্গে অনেক নৃত্যশিল্পীরা। বৃষ্টির মধ্যেই নেচে মাতালেন অভিনেত্রী। হঠাৎ এই দৃশ্য দেখে তো অবাক পথ চলতি মানুষ।

আসল বিষয় হল বুধবার মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ‘বহুরূপী’-র নতুন গান, ‘ডাকাতিয়া বাঁশি’। সেই গানের অভিনব প্রচার সারলেন কৌশানী। নিউ মার্কেট চত্বরে বৃষ্টি ভিজে পা মেলালেন গানের তালে। সঙ্গ দিলেন অন্যান্য নৃত্যশিল্পী ও বহুরূপীরাও।

   
 ⁠

বুধবার সন্ধেয় বৃষ্টি ভিজেই মেরুন শাড়িতে নাচ করে আসর জমালেন কৌশানী। হাজির ছিলেন এই ছবিতে কৌশানীর নায়ক শিবপ্রসাদও। ননীচোরা দাস বাউল ও অনিন্দ্য বসুর কথায়, শ্রেষ্ঠা দাস, ননীচোরা বাউল ও বনি চক্রবর্তীর কন্ঠে শোনা যাচ্ছে এই গান।

  
 ⁠

এই গানে যেমন রয়েছে ফোক গানের ছোঁয়া, তেমনই রয়েছে গ্রাম্য, বহুরূপীদের গানের পরিভাষা। পুজোয় মুক্তি পাচ্ছে নন্দিতা রায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ও অভিনীত ছবি ‘বহুরূপী’। আর এই ছবিতেই ঝিমলির চরিত্রে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়।