কপালে বড় টিপ, পরণে সাদা ফ্রক! গোলুমলু চেহারার এই অভিনেত্রী কে কি চিনতে পারছেন?

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার এক ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।
এই ছবিতে দেখা যাচ্ছে দাদুর কোলে মিষ্টি এক মেয়েকে। দেখে কি চিনতে পারছেন ইনি কে? না চেনার উপায় নেই। ইনি হলেন ছোট্ট কৌশানী মুখোপাধ্যায়। যদিও এখন তিনি বড় পর্দার প্রথম সারির নায়িকা। ছোট বেলা থেকেই এত সুন্দর ছিলেন তিনি সকলেই প্রশংসা করেছে।
কপালে বড় টিপ, পরণে সাদা ফ্রক পরে দাদুর কোলে রয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “মিস ইউ দাদা। পুরনো দিনে ফিরে যাওয়া”।যদিও ছবিটি বেশ পুরনো। ফেসবুকে ছবি টি শেয়ার করেছেন অভিনেত্রী।
বাংলা টলিউডে রিয়েল ও রিল লাইফের আরো এক জনপ্রিয় দুটি বনি এবং কৌশানি। দীর্ঘদিন যাবত চুটিয়ে প্রেম করছেন এই জুটি। কিছুদিন আগেই অভিনেতার বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালে এই বিবাহ সম্পন্ন হবে। তবে চূড়ান্ত দিন এখনো ঠিক হয়নি। এদিকে বিয়ের কথা বলতেই চরম অস্বস্তিতে পড়েন এই জুটি। যদিও এখনও নিজেদের বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ তারা।