বিনোদন

বিয়ের আগেই মা! বেবির ছবি পোস্ট করে চমকে দিলেন কৌশানি

নিজের বেবির ছবি পোস্ট করলেন কৌশানি মুখোপাধ্যায়। তবে কি বিয়ের আগেই মা হলেন অভিনেত্রী? না বিষয়টি একেবারেই তা নয়। সদ্য উপহার পাওয়া নতুন গাড়ির ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর তাকেই নিজের বেবি বলে সম্বোধন করেছেন তিনি। তবে অভিনেত্রীর এই পোস্ট ঘিরে ব্যাপক উত্তেজনা তার অনুরাগীদের মধ্যে।

ধবধবে সাদা ব্র্যান্ড নিউ গাড়ির সামনে দাঁড়িয়ে বাবার সঙ্গে পোজ দিয়েছেন কৌশানী। বিলাসবহুল একটা গাড়ি মেয়েকে জন্মদিনে গিফট করেছেন কৌশানীর বাবা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে অভিনেত্রী লিখেছেন, “আমার বাবা আমাকে একটা বেবি কিনে দিয়েছেন। আমি সেটাই দেখাচ্ছি। ওয়েলকাম হোম কিয়া”।

কিছুদিন আগেই নিয়োগ দুর্নীতির কাণ্ডে নাম জড়িয়ে ছিল কৌশানির বয়ফ্রেন্ড তথা অভিনেতা বনি সেনগুপ্তর। বিতর্ক তৈরি হয়েছিল কুন্তল ঘোষের টাকায় গাড়ি কিনেছেন বনি। এদিন তাই নতুন ছবি গাড়ির ছবি পোস্ট করতেই অভিনেত্রী কেউ সেই একই বিষয়ে খোঁচা দেওয়া শুরু হয়। যদিও তার আগেই তিনি একেবারে সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর গাড়ি কারও কাঠমানির টাকায় কেনা নয়। বাবার দেওয়া উপহার। প্রায় ২২ লাখ টাকা মূল্য এই গাড়ির।

বাংলা টলিউডে রিয়েল ও রিল লাইফের আরো এক জনপ্রিয় দুটি বনি এবং কৌশানি। দীর্ঘদিন যাবত চুটিয়ে প্রেম করছেন এই জুটি। কিছুদিন আগেই অভিনেতার বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালে এই বিবাহ সম্পন্ন হবে। তবে চূড়ান্ত দিন এখনো ঠিক হয়নি। এদিকে বিয়ের কথা বলতেই চরম অস্বস্তিতে পড়েন এই জুটি। যদিও এখনও নিজেদের বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ তারা।

Back to top button