গান নিয়ে চরম কটাক্ষ! সমালোচনার মুখে পড়ে ট্রোলারদের নিয়ে একী মন্তব্য করলেন কৌশানি?

Avatar

Published on:

গান নিয়ে চরম কটাক্ষ! সমালোচনার মুখে পড়ে ট্রোলারদের নিয়ে একী মন্তব্য করলেন কৌশানি?

কৌশানি মুখোপাধ্যায়, বর্তমানে টলি জগতের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও ভালই সক্রিয় তিনি। নিজের জীবনের যাবতীয় আপডেট দিতে থাকেন সামাজিক মাধ্যমে। আর ট্রোলও হন তিনি। কিন্তু এবার এই ট্রোলারদের নিয়েই মুখ খুললেন অভিনেত্রী। আর তার কথা শুনে রীতিমত তাজ্জব সকলে।

বয়ফ্রেন্ড বনির সঙ্গে হোক বা সিঙ্গেল, যখনই যেমন ছবি তিনি দেন তখনই বেশ কিছু নেটিজেন সমালোচনা করার জন্য মুখিয়ে থাকে। এছাড়াও যখন বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তিনি গান গেয়েছেন সেই গানের ভিডিও গুলোকেও ভাইরাল করে চরম হাসির খোরাক বানায় নেটিজেনরা। এবার এইসব নিয়েই প্রতিক্রিয়া দিলেন কৌশানি।

   
 ⁠

অভিনেত্রী বলেন, “যারা অনুষ্ঠান দেখতে আসেন, তাদের অনুরোধেই তো গানটি করা হয়। সবার তো বোঝা উচিত, আমি সংগীত শিল্পী নয়, একজন অভিনেত্রী। ট্রোলারদের উপর তাই কখনই রাগ হয়না। বরং আমি তাদের ভক্ত হয়ে থাকতে চাই”।

  
 ⁠

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর হাত ধরেই যাত্রা শুরু হয়েছিল কৌশানির। পারবোনা আমি ছাড়তে তোকে ছিল তার প্রথম অভিনীত সিনেমা। এরপর ফের রাজ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এ দেখা গিয়েছে তাঁকে। এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই ওয়েব সিরিজে তাঁর অভিনয় ছিল তাক লাগানোর মত। সব মহলে প্রশংসিত হয়েছেন তিনি এই অভিনয়ের জন্য।