শুভ জন্মদিন স্টার! বনিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই তুমুল ট্রোলড কৌশানি

বাংলা টলিউডে রিয়েল ও রিল লাইফের এক জনপ্রিয় দুটি বনি এবং কৌশানি। দীর্ঘদিন যাবত চুটিয়ে প্রেম করছেন এই জুটি। বৃহস্পতিবার জন্মদিন ছিল অভিনেতার। আর প্রেমিকের জন্মদিনে প্রেমিকা শুভেচ্ছা জানবেন না তাই কি কখনো হয়? কিন্তু সেই শুভেচ্ছা জানতে গিয়েও বিপত্তি।
বোল্ড লুকে প্রেমিকের সঙ্গে ছবি আপলোড করেছেন অভিনেত্রী। সেখানে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি। লিখেছেন, “শুভ জন্মদিন, আমার জীবনে এটা সেরা পাওয়া। শব্দে বোঝাতে পারব না তুমি আমার জন্য ঠিক কতটা? আমি তোমার উপস্থিতি সারা জীবন ধরে সেলিব্রেট করতে চাই। শুভ জন্মদিন স্টার”। আর এই স্টার শব্দটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
নেটিজেনরা তুমুল কটাক্ষ করতে শুরু করেছেন। কেউ প্রশ্ন তুলেছেন, “লিডিং হিরো?” কারোর কথায় আবার, “বনি সেনগুপ্ত স্টার”?
এদিকে কবে এই জুটি সাত পাকে বাঁধা পড়তে চলেছে তা নিয়ে কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিনেতার বাবা অনুপ সেনগুপ্ত। মদন মিত্রের সঙ্গে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন বনি সেনগুপ্ত এবং কৌশানি।
সেদিন ১৭ই মে ছিল কৌশানির জন্মদিন। আর সেই উপলক্ষে সন্ধ্যেবেলায় শহরের এক রেস্তোরাঁয় খাওয়া-দাওয়ার আয়োজন করেছিলেন বনি সেনগুপ্তর বাবা পরিচালক অনুপ সেনগুপ্ত। সেখানেই বিয়ের দিনক্ষণের কথা ফাঁস করলেন অভিনেতার বাবা।
পরিচালক অনুপ সেনগুপ্ত বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৪ সালে এই বিবাহ সম্পন্ন হবে। তবে চূড়ান্ত দিন এখনো ঠিক হয়নি। এদিকে বিয়ের কথা বলতেই চরম অস্বস্তিতে পড়েন এই জুটি। যদিও এখনও নিজেদের বিয়ে নিয়ে মুখ খুলতে নারাজ তারা।