পুজোর আগেই দিয়েছিলেন সুখবর। জানিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি। এবার সন্তান আসার খবর দিলেন কোয়েল মল্লিক। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। এখন সুস্থই রয়েছেন মা ও সদ্যজাত।
টলিউড জুড়ে এখন দ্বিতীয় সন্তান নেওয়ার হিড়িক। ইতিমধ্যেই দ্বিতীয় বার বাবা মা হয়েছেন জিৎ, শুভশ্রী, অনীক। সোশ্যাল মিডিয়ায় জানালেন দ্বিতীয়বার মা হওয়ার খবর।
অন্তঃসত্ত্বা থাকা কালীন অবস্থায় একটি পোস্ট করেন তিনি। সেখানে ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী নিশপাল সিং রানে ও ছেলে কবির। সেখানেই ক্যাপশনে তিনি লিখেছেন, “সবার সঙ্গে একটি সুখবর ভাগ করে নিচ্ছি। আমাদের পরিবার আরও বড় হচ্ছে। কবীর শীঘ্রই বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। সবার আশীর্বাদ ও ভালোবাসা চাই”।
এরপর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান কোয়েল। নেটপাড়ায় কার্ড পোস্ট কোয়েল লিখেছেন, ‘we are blessed with a baby girl’। এই পোস্টে অনুরাগী থাকে তাঁর সতীর্থ সকলেই শুভকামনা জানিয়েছেন।
কবীরের বয়স এখন ৪ বছর। খুব একটা ছেলেকে প্রকাশ্যে না আনলেও বেশ জনপ্রিয় কোয়েলের ছেলে। এদিকে এই খবর ভাইরাল হতেই শুভেচ্ছা জানিয়েছেন সকলে। অনুরাগী থেকে তাঁর কলাকুশলী সকলেই সুস্থতা কামনা করেছেন এই সময়ে।