তখনও অভিনেত্রী হয়ে ওঠেননি কোয়েল মল্লিক। নাম হয়নি কোয়েল। পরিচিত তখনো রুক্মিণী হিসেবেই। কলেজ স্টুডেন্ট তখন তিনি। রঞ্জিত মল্লিকের মেয়ে হিসেবে ভালই খাতির তার। কিন্তু লজ্জা পেতেন তিনি কোয়েল। কেন জানেন?
সেই সময় সবে মোবাইল ফোন সবে উঠেছে। খুব বিত্তশালী ছাড়া কারোর কাছে মোবাইল ফোন তেমন থাকতই না। কোয়েলের কাছে তখন ফোন রাখতেই হবে। সদ্য অভিনয় শুরু করেছেন। মাঝে মাঝে পরিচালকের ফোন আসত তাঁর কাছে। কল টাইম সংক্রান্ত নানা বিষয় জানতে তখন ফোন রাখতেই হবে। কিন্তু, কলেজে ফোন নিয়ে যেতেই অভিনেত্রীর বেজায় লজ্জা লাগত।
এই প্রসঙ্গে কোয়েল জানান, “কলেজে তখন আমায় ফোন নিয়ে যেতে হবে। কখন কি কল টাইম সেটা দেখার জন্য, ফোন আসত মাঝেমধ্যে। আর আমার কী লজ্জা লাগত। তাঁর একটাই কারণ, কারওর কাছে ফোন নেই। আমি ভাবছি, কেউ নিয়ে যাচ্ছে না। তখন তো সবে সবে শুরু। আমি লজ্জার চোটে ফোনটাকে বন্ধ করে রেখে দিতাম। শুধু, লাঞ্চ ব্রেকে একটাবার দেখে নিতাম। যে কারওর ফোন এসেছে কিনা।”
নাটের গুরু সিনেমা দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছেন তিনি। এরপর নিজের অভিনয় দক্ষতার গুণেই একের পর এক ছবি করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। একই ধরনের বাংলা সিনেমা ছেড়ে নতুন ধরনের সিনেমাও করছেন।