জোর কদমে চলছে পুজোর ছবির প্রচার! এরমধ্যেই কীভাবে ছেলের জন্য সময় বের করলেন কোয়েল?

কোয়েল মল্লিক টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। কিছুদিন বিরতির পর ফের আবার চুটিয়ে অভিনয় করছেন তিনি। নিজের ছক ভেঙে অন্য ধরনের সিনেমাতেও দেখা মিলছে তাঁর। পুজোতে মুক্তি পাবে তাঁর মিতিন মাসি। এখন আপাতত সেই ছবির প্রচারেই ব্যস্ত অভিনেত্রী। তবে এর মধ্যেই সময় দিচ্ছেন নিজের ছেলেকেও।
ইন্ডাস্ট্রিতে যে গুটি কয়েক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাঁদের ঘিরে এখনও বিতর্ক দানা বাঁধতে পারে নি তাদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক। স্বচ্ছ অভিনয় ও ভাবমূর্তি নিয়ে দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। এখন অবশ্যই তাঁর প্রথম প্রায়োরিটি তাঁর ছেলে। কাজও করছেন খুব বাছাই করেই।
তবে এখন এই ব্যস্ততার মাঝেও ছেলে কী করে সময় দিচ্ছেন অভিনেত্রী? সেই ঝলক পাওয়া গেল নায়িকার ইনস্টাগ্রাম স্টোরিতে। ছেলের জন্য ঠিক সময় বরাদ্দ করে রেখেছেন তিনি। একটি নিজস্বী পোস্ট করেছেন কোয়েল। যেখানে দেখা যাচ্ছে আয়নার সামনে বসে সাজগোজ করছেন নায়িকা। আর মা-কে এক মনে দেখছে ছোট্ট কবীর। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘জঙ্গলে মিতিন মাসির প্রমোশনের জন্য তৈরি হচ্ছি’।
আরও পড়ুন: মাঝপথে হৃদরোগে আক্রান্তকে CPR দিয়ে প্রাণ বাঁচালেন গুরমিত! অভিনেতাকে কুর্নিশ নেটদুনিয়ার, রইল ভিডিও
প্রসঙ্গত, বলিউডেও অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। আর সেই সুযোগ এসেছিল কিসিং স্টার ইমরান হাসমির বিপরীতে অভিনয় করার। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী।
জানা যায়, কেরিয়ারের প্রথম লগ্নেই ইমরান হাসমির সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। ইমরান হাসমির হিট হওয়া অন্যতম এক ছবি হল গ্যাংস্টার। এই ছবির প্রথম প্রস্তাবই গিয়েছিল কোয়েলের কাছে। কিন্তু তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এর পর সেই প্রস্তাব দেওয়া হয় কঙ্গনা রানাওয়াতকে।
সূত্রের খবর, কোয়েল জানিয়েছিলেন, যৌন দৃশ্যে অভিনয় করতে তিনি সাবলীল নন। কোয়েল মল্লিক প্রথম থেকেই নিজের কাজের বিষয় সচেতন। তাই তিনি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।