পুজো বলতেই মনে পড়ে….! হঠাৎই আবেগপ্রবণ কোয়েল, ছোটবেলার স্মৃতি নিয়ে কী বললেন?

Avatar

Published on:

পুজো বলতেই মনে পড়ে....! হঠাৎই আবেগপ্রবণ কোয়েল, ছোটবেলার স্মৃতি নিয়ে কী বললেন?

দারুন জনপ্রিয় মল্লিক বাড়ির পুজো। আর এই পুজোতে বড় দায়িত্ব পালন করেন কোয়েল মল্লিক। বোধন থেকে সিঁদুর খেলা সব কিছুতেই মুখ্য ভূমিকায় দেখা যায় অভিনেত্রীকে। এবারেও অন্যথা হয় নি তার। সবথেকে উল্লেখযোগ্য এবারে এই মল্লিক বাড়ির পুজো ১০০ বছরে পা দিল। পুজো মানেই এক বিশেষ অভিজ্ঞতা কোয়েলের কাছে। তাই মায়ের বিদায় বেলায় সেই কথাই জানালেন তিনি।

এবছর এই বাড়ির পুজো ১০০ বছরে পা দিল। সেই উপলক্ষে দেশ-বিদেশ থেকে অতিথিরাএসেছিলেন। এবার তো অনেক আগেই থেকেই সবার আসার তোড়জোড় শুরু হয়ে যায়।

   
 ⁠

নস্টালজিক হয়ে কোয়েল বলেন, “পুজো বলতেই মনে পড়ে ভোগ বিতরণ। ছোড়দি আমাকে ফ্রকের উপর শাড়ি পরিয়ে দিত। ছোড়দিকে আমি লিপস্টিক পরিয়ে দিতাম। মা আমাকে লিপস্টিক পরতে দিত না। গিন্নি বান্নি হয়ে সেজে পুজো দেখতাম আমরা। বয়স্করা নামতে পারতেন না। আমারা ঘরে ঘরে গিয়ে প্রসাদ দিয়ে আসতাম। অনেক ঘর, অনেক সিঁড়ি আমাদের বাড়িতে”।

  
 ⁠

প্রসঙ্গত, ১৯২৫ সালে প্রথম মল্লিক বাড়ির পুজো শুরু হয়। বছরের পর বছর ধরে এই পুজো হয়ে আসছে। মল্লিক বাড়িতে দুর্গাপুজোর শুরু করেছিলেন রাধা মাধব মল্লিকের ছেলেরা। প্রাচীন প্রথা অনুযায়ী এর পর থেকে সেই পুজো চলে আসছে আজও।