সন্তান-স্বামীকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল! রইল মল্লিক বাড়ির আনন্দঘন মুহূর্ত

দারুন জনপ্রিয় মল্লিক বাড়ির পুজো। আর এই পুজোতে বড় দায়িত্ব পালন করেন কোয়েল মল্লিক। বোধন থেকে সিঁদুর খেলা সব কিছুতেই মুখ্য ভূমিকায় দেখা যায় অভিনেত্রীকে। এবারেও অন্যথা হল না তার। স্বামী সন্তান নিয়ে সিঁদুর খেলায় মাতলেন নিসপাল পত্নী।
এদিন সরু লাল পাড়ের সাদা শাড়িতে দেখা গেল কোয়েলকে। সঙ্গে লাল ম্যাচিং ব্লাউজ, গলায় সোনার হার, কানে ঝুমকো, আর হাতে শাঁখা-পলা। সিঁথি থেকে গাল, সিঁদুরে রাঙা কোয়েল মল্লিক। বাড়ির দশমীর বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই।
ভিডিওতে দেখা যাচ্ছে, রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিককেও ‘মা’ দুর্গাকে বরণ করছেন। বাড়ির আরও অনেক বর্ষীয়ান সদস্যও সেখানে উপস্থিত রয়েছেন। ওই ভিডিওতে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন কোয়েল।
প্রসঙ্গত, ১৯২৫ সালে প্রথম মল্লিক বাড়ির পুজো শুরু হয়। এরপর ৯৮ বছর ধরে এই পুজো হয়ে আসছে। মল্লিক বাড়িতে দুর্গাপুজোর শুরু করেছিলেন রাধা মাধব মল্লিকের ছেলেরা। প্রাচীন প্রথা অনুযায়ী এর পর থেকে সেই পুজো চলে আসছে আজও।