৯০ দশকের মেলোডি কিং বলে যদি কেউ থাকেন তাহলে তিনি একমাত্র কুমার শানু। তার গান আজও চির নতুন। এবার এই গায়কই বিস্ফোরক মন্তব্য করলেন অটো টিউন নিয়ে। তবে তিনি নতুন নন, এর আগেও একাধিক গায়ক গায়িকা এই নিয়ে সরব হয়েছিলেন।
মঞ্চে উঠে নাম না করে নতুন প্রজন্মের শিল্পীদের তোপ দাগলেন কুমার শানু। তিনি বলেন, “আরে ভাই একটা কথা বলি স্টেজে উঠে সিডি চালিয়ে দিয়ে প্লাস ওয়ান ট্র্য়াক চালিয়ে দিয়ে অনেকে পারফর্ম করে সেটা তোমরাও জানো। কিন্তু আমি অনুরাগীদের জীবনে কোনও দিন ঠকাতে চাই না। আমি যখন গাইব নিজের গলায় গাইব। তাতে কোনও ভুল হলে আবার গাইব। মঞ্চে উঠে শরীর খারাপ লাগলে বিশ্রাম নিয়ে গান গাইব। এই বাঙালি বাচ্চার মধ্য়ে এই দম রয়েছে এখনও। মুম্বইয়ে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। এত সহজ নয় আমায় সরিয়ে দেওয়া। যত দিন আছি এ ভাবেই গান গাইব”।
ইন্ডিয়ান আইডল’ ১৩ সিজনে তিনি বলেন, “ঠিক কতটা জরুরী বলতে পারব না, তবে এই রিয়্যালিটি শো এখন আমাদের পেশার একটা অংশ হয়ে উঠেছে। নতুন নতুন ছেলে মেয়েরা যাঁরা গান শিখতে চায় তাঁদেরকে শেখানোর কিছু টিপস দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি কিছু ট্যালেন্টকে ইন্ডাস্ট্রির সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে”।
এরপর বেশ কিছু টা চাচাছোলা ভাষায় তিনি জানান, “যাই হোক না কেন, দক্ষতা হল সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সব শোয়ের ক্ষেত্রে। একটা গানের শোয়ে সবার আগে একজনকে গানটা গাইতে হবে। বাদবাকি সংযোজন বা অভিনয়। কারণ এটা একটা বিনোদন জগতেরই তো অংশ”।