অবসাদ থেকে চরম সিদ্ধান্ত! নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন কুমার শানুর কন্যা, কিন্তু কেন?

Published on:

অবসাদ থেকে চরম সিদ্ধান্ত! নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন কুমার শানুর কন্যা, কিন্তু কেন?

বাবার মতোই সংগীতকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন কুমার শানুর দত্তক কন্যা শ্যানন। তবে শুধু সংগীত নয় হলিউড সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তবে একজন অতি সফল সঙ্গীত শিল্পীর কন্যা হয়েও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন গায়কের এই দত্তক কন্যা। তবে কারণ কি?

শ্যানন জানিয়েছেন, তিনি ১৪ ১৫ বছর বয়স থেকেই সামাজিক মাধ্যমে খুব সক্রিয় ছিলেন। সেই সময় তাকে নিয়ে খারাপ কেউ মন্তব্য কিছু করলে সহজে প্রভাবিত হয়ে পড়তেন তিনি। নেটিজেনদের সমালোচনা কে অনেক বেশি করে গুরুত্ব দিয়ে ফেলতেন। আর সেই কারণেই মানসিক অবসাদ গ্রাস করতো তাকে।

   
 ⁠

শিল্পী আরো জানান, এই মানসিক অবসাদ থেকেই জীবনের প্রতি নেতিবাচক ধারণা চলে এসেছিল। বয়স অল্প থাকায় বিবেচনা করার মতো বুদ্ধিও ছিল না তেমন। নিজের ক্ষতি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই সময় তার জীবনে খুব অন্ধকার পর্যায় গিয়েছে বলেও জানিয়েছেন শ্যানন। তবে তার বন্ধু-বান্ধব এবং পরিবার সেইসময় তাকে অনেক সাহায্য করেছেন বলে তাদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমার শানুর এই কন্যা।

  
 ⁠

প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যকে ডিভোর্স দিয়ে ১৯৯৪ সালের সালোনি ভট্টাচার্যের সঙ্গে নতুন করে সংসার পাতেন কুমার শানু। এই দম্পতিরই দত্তক কন্যা শ্যানন। ইতিমধ্যেই হলিউডের দা বিগ ফিড সিনেমায় দেখা গিয়েছে তাকে। পাশাপাশি জানা গিয়েছে বিবেক শর্মার সিনেমা চল জিন্দেগীতেও দেখা যাবে শ্যাননকে।