সদ্যজাতের প্রাণ ফেরাতে মরিয়া চিকিৎসক! মহিলার দক্ষতাতেই প্রাণে বাঁচল একরত্তি, ভাইরাল ভিডিও

চিকিৎসক যেন ভগবানেরই আর এক রূপ। আরও একবার প্রমাণ হল এই বিষয়টি। এক সদ্যজাতকে বাঁচাতে প্রাণপাত করলেন এক মহিলা চিকিৎসক। আর এই ভিডিও ভাইরাল হতেই ওই চিকিৎসককে কুর্নিশ জানালো গোটা নেট দুনিয়া।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুর জীবন বাঁচাতে সিপিআর দিচ্ছেন ওই চিকিৎসক। সবথেকে উল্লেখ্য শিশুটিকে বাঁচিয়ে নতুন জীবন দিতে সফল হয়েছেন তারা। মহিলা চিকিৎসককে সাক্ষাৎ ঈশ্বরের সঙ্গে তুলনা টেনে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
mpanktiya নামের টুইটার হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায় সিপিআর করে শিশুটির জীবন বাঁচাচ্ছেন চিকিৎসক। জানা গিয়েছে, চিকিৎসকের নাম সুলেখা চৌধুরী এবং তিনি আগ্রার সিএইচসিতে কর্মরত।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া এমন এক মাধ্যম যেখানে মুহূর্তেই কোনও ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সংসার চালানোর তাগিদে বাসের স্টেয়ারিং হাতে তুলে নিয়েছেন। শাড়ি পরা অবস্থায় ওই মহিলা দক্ষতার সঙ্গে বাস চালাচ্ছেন। ভিডিওটি দেখার পরে, মহিলার সাহসিকতা ও জীবন সংগ্রামকে কুর্নিশ জানিয়েছেন নেটাগরিকরা।