ভাইরাল

তু চিজ বরি হ্যায় মাস্ত! ডিউটি শেষে রেল স্টেশনে নেচে মাতালেন মহিলা পুলিশ

পুলিশের জীবন মানেই যে নীরস বা দিন রাত গুন্ডা বদমাইশদের পেছনে ছুটে চলা এমনটা নয়। তাঁদেরও জীবন থাকে। অনেক সময় দেখা যায় কাজের চাপে নিজের শখকে হয়ত বলিদান দিয়েছেন অনেকে। কিন্তু সুযোগ পেতেই সেই প্রতিভা বেরিয়ে আসে। এবার তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা পুলিশ কর্মী উর্দি পড়ে নাচ করছেন স্টেশনে। অসমের এক মহিলা পুলিশ কর্মীকে ডিউটি শেষে রেলস্টেশনে ‘ Tu Cheez badi hai mast mast’ নাচতে দেখা যাচ্ছে। আর সেই নাচ এতটাই অসাধারণ যে মুহূর্তেই তা মন জয় করেছে নেট দুনিয়ার।

প্রত্যেকেই মহিলা পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ।এই ভিডিওতে একজন ব্যবহারকারী লিখেছেন, খুব ভালো। আরেকজন লিখেছেন, দারুণ নাচের ভিডিও।’ আর এক ব্যবহারকারী লিখেছেন, ‘ব্রিলিয়ান্ট মুভস’, অপর একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এমন নাচের ভিডিও খুব কমই দেখা যায়।’অনেকে আবার তাঁকে নিয়মিত চর্চা করার পরামর্শ দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই এই রকম বহু প্রতিভা উঠে আসে। যাঁদের হয়ত সঠিক কোনও তালিম থাকে না। কিন্তু তাঁরা প্রশিক্ষিত শিল্পীদের থেকে কোনও অংশে কম যাননা। কিছুদিন আগেই বিহারের অমরজিতের গান এইভাবেই ভাইরাল হয়েছিল। তাঁকে গায়ক হিমেশ রেশমিয়া প্লে ব্যাকের সুযোগও দেন।

Back to top button