মাঝ আকাশে প্রেমিকের সঙ্গে একী কাণ্ড ঘটালেন তরুণী? দৃশ্য দেখে হতবাক বিমানের যাত্রীরা

Avatar

Published on:

মাঝ আকাশে প্রেমিকের সঙ্গে একী কাণ্ড ঘটালেন তরুণী? দৃশ্য দেখে হতবাক বিমানের যাত্রীরা

সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ভাইরাল হয় যা দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। ভালোবাসার মানুষকে প্রেম নিবেদন করার বিষয়টি নিয়ে অনেকেরই অনেক রকম পরিকল্পনা থাকে। তেমনি এক অভিনব কায়দায় প্রেমের প্রস্তাব দিতে দেখা গেল ভাইরাল হওয়া এক ভিডিওতে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, যাত্রী ভর্তি প্লেনের মধ্যে প্রেমিককে প্রেম নিবেদন করছেন প্রেমিকা। অতি দ্রুত ভাইরাল হয়েছে এই মিষ্টি মুহূর্ত।মধ্য গগনে তাঁকে দিলেন বিয়ের প্রস্তাব। যা দেখে রীতিমতো চোখ চিকচিক করে উঠল যুবকের। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুভেচ্ছা বার্তার ঝড় উঠেছে।

   
 ⁠

ঐশ্বর্য বানসাল নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী তার প্রোফাইলে এই ভিডিও আপলোড করেছেন। যতদূর জানা গিয়েছে ভিডিওটিতে থাকা মহিলাটি তিনিই। ক্যাপশনে লেখা হয়েছে, “আমি বিমানে বিয়ের প্রস্তাব দিলাম”।

  
 ⁠

তবে বোঝাই যাচ্ছে গোটা ভিডিওটি তাৎক্ষণিক নয় বরং পূর্ব পরিকল্পিত। ভিডিওতে দেখা গিয়েছে, বিমানে যে যাঁর আসনে বসে রয়েছেন। সেই সময়ই বিমানে ঘোষণা হয় ওই ঐশ্বর্যের পার্টনার অমূল্য গোয়েলের উদ্দেশে। আর তখনই ওই যুবতী উল্টো দিক থেকে অমূল্যের দিকে হেঁটে আসেন।তাঁর সামনে এসে হাঁটু ভাজ করে মাটিতে বসে পড়েছেন ঐশ্বর্য। সামনে ধরেছেন একটি আংটি। তারপর হাত এগিয়ে দিলে যুবতী তা পরিয়ে দেন।

ওই যুবতীকে বলতে শোনা যায়, “তুমি আমায় বিয়ে করবে”? পিছনে তখন পিছনে চারজন যাত্রী প্ল্যাকার্ড ধরেন। ইন্ডিগোর তরফেও একটি কার্ড দেওয়া হয় তাঁদের। যেখানে লেখা, “প্রথম বিমানেই ভালোবাসা”।