বিনোদন

মায়ের পথেই হাঁটছেন মেয়ে! রোজগেরে গিন্নির জনপ্রিয় এই সঞ্চালিকার মেয়ে এখন বাংলা সিরিয়ালের নায়িকা, দেখুন ছবি

একসময় অতি জনপ্রিয় টেলিভিশন শো ছিল রোজগেরে গিন্নি। সন্ধ্যে সাড়ে ছটা বাজলেই বাড়ির গৃহিণীরা টিভির সামনে বসে পড়তেন শো দেখতে। আর এই শরীরের মূল আকর্ষণ ছিলেন দুজন বিখ্যাত সঞ্চালিকা। একজন লাজবন্তী রায়, অপরজন পরমা বন্দ্যোপাধ্যায়। এই লাজবন্তী রায়ের কন্যাই এখন মায়ের দেখানো পথেই হাঁটছেন। স্টার জলসার এক জনপ্রিয় সিরিয়ালের নায়িকা হতে চলেছেন তিনি।

সঞ্চালিকার কন্যার নাম অঙ্গনা রায়। ইতিমধ্যেই ওয়েব সিরিজে অভিনয় করে ফেলেছেন তিনি। এবার স্টার জলসার ছোট পর্দার সিরিয়ালে তাকে দেখা যাবে। এই চ্যানেলে নতুন সিরিয়াল আসছে তুমি আশে পাশে থাকলে’। সেখানেই মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তিনি।

অঙ্গনার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় টেলি অভিনেতা রোহন ভট্টাচার্যকে। এখানে অঙ্গনার অভিনীত চরিত্রের নাম পারো। আগামী ৩ রা নভেম্বর থেকে প্রত্যেক দিন ঠিক রাত ৮ টার সময় নতুন ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে।

মায়ের পথেই হাঁটছেন মেয়ে! রোজগেরে গিন্নির জনপ্রিয় এই সঞ্চালিকার মেয়ে এখন বাংলা সিরিয়ালের নায়িকা, দেখুন ছবি
মায়ের পথেই হাঁটছেন মেয়ে! রোজগেরে গিন্নির জনপ্রিয় এই সঞ্চালিকার মেয়ে এখন বাংলা সিরিয়ালের নায়িকা, দেখুন ছবি

২০১৮ সালের হলুদ পাখি ওয়েব সিরিজে প্রথম দেখা যায় তাকে। এরপর নষ্টনীড়, রক্তকরবী, ইন্দুবালা ভাতের হোটেল সহ একাধিক হিট ওয়েব সিরিজে তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। ইতিমধ্যেই তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। এবার মেগা সিরিয়ালে তার অভিনয় কতটা জমাট বাঁধতে পারে সেটাই এখন দেখার।

Back to top button