বলিউডের জন্য খারাপ খবর। অস্কারের জন্য মনোনীত হয়েছিল আমির খানের প্রযোজিত কিরণ রাওয়ের লাপাতা লেডিস। কিন্তু সেই তালিকা থেকে শেষ মুহূর্তে ছিটকে গেল এই ছবি। চূড়ান্ত তালিকায় জায়গা হলো না লাপাতা লেডিসের। এছাড়াও, ‘অ্যানিমাল’, ‘আটাম’ এবং ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সহ ২৯টি চলচ্চিত্রের তালিকা প্রকাশ হয়েছিল।
সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় ভোটাভুটির জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়েছে। কিন্তু তাতে ভারতের এই সিনেমা না থাকায় স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন অনুরাগীরা। যদিও এই ছবি সমালোচক মহলে যথেষ্ট প্রশংসিত হয়েছে।
তবে লাপাতা লেডিস না থাকলেও। তালিকায় ভারতীয় অন্য ছবি রয়েছে। গুণীত মঙ্গার লাইভ অ্যাকশন শর্ট ‘অনুজা’ ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সন্ধ্যা সুরির ছবি সন্তোষ রয়েছে এই তালিকায়।
যখন অস্কারের জন্য লাপাতা লেডিস মনোনীত হয়েছিল তখন আমির খান বলেছিলেন, “আমরা সবাই এই খবরে খুব খুশি। আমি কিরণ এবং তার পুরো টিমকে নিয়ে খুব গর্বিত। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার কমিটি, যারা অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের চলচ্চিত্রটিকে বেছে নিয়েছেনতাঁদের ধন্যবাদ জানাই।”
আমির খানের পরবর্তী ছবি সিতারে জমিন পারের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। জেনেলিয়া দেশমুখ এবং দর্শিল সাফারি কে দেখা যাবে এই ছবিতে। সিনেমাটি পরিচালনা করবেন আরএস প্রসন্ন।