সিরিয়াল

আমি কৃতজ্ঞ, আপ্লুত! খেলনা বাড়ির শুটিংয়ের শেষ দিনে কেঁদে ফেললেন ‘মিতুল’

কোনও ধারাবাহিকে অভিনয় করতে করতে সেই সেটের সকলে যেন একটা পরিবার হয়ে ওঠে। তাই ধারাবাহিক যখন শেষ হয় তখন দর্শকদের পাশাপাশি মন খারাপ হয়ে যায় কলাকুশলীদেরও। এবার তেমনই হাল খেলনা বাড়ির নায়িকা মিতুলের। শুটিংয়ের শেষ দিনে কেঁদেই ফেললেন তিনি।

সময়ের আগেই শেষের পথে আরও এই জনপ্রিয় মেগা সিরিয়াল। মাত্র দেড় বছর চলেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। তার বদলে আসতে পারে নতুন ধারাবাহিক। এমনটাই জল্পনা চলছে টালিগঞ্জে। মূলত টিআরপি না থাকার কারণেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক।

যদিও প্রথম দিকে টিআরপি মোটামুটি ঠিকই ছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়ির। শুরুতে এটি সম্প্রচারিত হত ৬.৩০ টার স্লটে।তারপর এটিকে পাঠিয়ে দেওয়া হয় রাত ৯টায়। এরপর রাত ১০টায়। তবে তারপর দিন পনেরোর মধ্যেই সাড়ে নটা। কিন্তু টিকে থাকতে পারেনি এটি। বারবার টাইম স্লট পরিবর্তন করা হলেও লাভ হয়নি।

তাই বন্ধের মুখে খেলনা বাড়ি ধারাবাহিকও। সম্প্রতি সিরিয়ালে এমন কিছু গাঁজাখুরি গল্প দেখানো হচ্ছে যাতে দর্শকমহল একেবারেই ক্ষেপে উঠেছে। তাদের মতে গল্পের গরুকে গাছে ওঠানো হচ্ছে। এবার জি বাংলার ধারাবাহিক খেলনা বাড়ি সিরিয়াল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দর্শক মহল।কার কাছে কই মনের কথা শুরু হতেই বদলে গিয়েছে খেলনাবাড়ি সম্প্রচারের সময়। এর কিছুদিন পর মিলির আগমনে সেই একই ঘটনার পুনরাবৃত্তি।

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, বিয়ের সাজে রয়েছেন নায়িকা। শুটিং দলেরই কারও কাঁধে মাথা দিয়ে কাঁদছেন তিনি। আসলে শুটিংয়ের শেষবেলায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সবাই।

একইসঙ্গে ধারাবাহিকের নায়িকা আরাত্রিকা একটি পোস্ট শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে খেলনা বাড়ির মহিলা সদস্যদের সিঁদুর খেলতে দেখা যাচ্ছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিদায়বেলা ঘনিয়ে এল… আর তো কিছু দিন। সবাই দেখতে থাকো খেলনা বাড়ি। জি বাংলা। সাড়ে ৯টায়’।

Back to top button