রেখা অপূর্ন ইচ্ছে পূরণ করেছিলেন লতা মঙ্গেশকর! সুর সম্রাজ্ঞীর প্রতি আজও কৃতজ্ঞ অভিনেত্রী

Published on:

রেখা অপূর্ন ইচ্ছে পূরণ করেছিলেন লতা মঙ্গেশকর! সুর সম্রাজ্ঞীর প্রতি আজও কৃতজ্ঞ অভিনেত্রী

তিনি সুর সম্রাজ্ঞী। স্বয়ং মা সরস্বতী বিরাজ করতেন লতা মঙ্গেশকরের গলায়। এ সংগীতশিল্পী খুব অল্প বয়সেই শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার। নিজের পরিবার এবং ভাই-বোনদের দেখাশোনার জন্য খুব ছোট থেকেই পেশাদারী ভাবে গান গাইতে শুরু করেন। অপর এক এভারগ্রীন অভিনেত্রী রেখা। এই রেখার এক অপূর্ণ ইচ্ছে পূরণ করেছিলেন লতা মঙ্গেশকর।

রেখা একবার একটি টক শোতে এসে জানিয়েছিলেন তার এক অপূর্ন ইচ্ছে পূরণ করেছিলেন লতা মঙ্গেশকর। সেই স্মৃতি তার কাছে আজও অমলিন। আর সেই স্মৃতি তিনি আজীবন বয়ে বেড়াবেন।

   
 ⁠

রেখা জানান, লতা মঙ্গেশকরের একবার তাকে নিজের জন্মদিনে নেমন্তন্ন করেছিলেন। রেখা আবদার করে বলেছিলেন– ‘পরের জন্মে যেন আপনার মতো এক মেয়ে পাই’।

  
 ⁠

এই কথা শুনে লতা মঙ্গেশকর বলেছিলেন, ‘পরের জন্মে কেন? এই জন্মে নয় কেন?’ এরপর এই দুবার সে রেখাকে মা বলে ডেকে ওঠেন। এই ডাক শুনে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন রেখা। নিজের কানকে যেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না। এই স্মৃতি আজও টাটকা অভিনেত্রীর মনে।