মৃত্যুর এক বছর পর লতা মঙ্গেশকরের স্বপ্ন পূরণ করল পরিবার! কী ছিল সুরসম্রাজ্ঞীর শেষ ইচ্ছে?

তিনি সুর সম্রাজ্ঞী। স্বয়ং মা সরস্বতী বিরাজ করতেন লতা মঙ্গেশকরের গলায়। এ সংগীতশিল্পী খুব অল্প বয়সেই শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার। নিজের পরিবার এবং ভাই-বোনদের দেখাশোনার জন্য খুব ছোট থেকেই পেশাদারী ভাবে গান গাইতে শুরু করেন। চলতি বছরে ফেব্রুয়ারি মাসে তার মৃত্যু এক বছর পূরণ হয়েছে। মৃত্যুর পর এক অপূর্ন ইচ্ছে পূরণ করল তাঁর পরিবার।
মৃত্যুর আগেই ভিড়ে নিজের শেষ ইচ্ছা কথা জানিয়ে গিয়েছিলেন সুর সম্রাজ্ঞী। আজীবন ঠাকুরে বিশ্বাস করে এসেছেন। তিরুপতিজির ভক্ত ছিলেন লতা মঙ্গেশকর। তাঁর ইচ্ছে ছিল তিরুপতির মন্দিরের ট্রাস্টি বোর্ডে কিছু অর্থ দান করবেন। সেই মত উইলে লিখে গিয়েছিলেন সেই কথা। এবার তাঁর মৃত্যুর এক বছর পর সেই ইচ্ছেই পূরণ হল।
আরও পড়ুন: কোলে সদ্যজাত মেয়েকে নিয়ে ছবি দিলেন রাজ-শুভশ্রী! তবে কি স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর?
স্বর্গীয় বোনের ইচ্ছে পূরণ করতে তাঁর বোন উষা মঙ্গেশকর ১০ লাখ টাকার চেক তুলে দেন তিরুপতি মন্দিরের উচ্চপদস্থ আধিকারিক ও চেয়ারম্যানের হাতে।লতা মঙ্গেশকর প্রায় ১০টি র মতো সংকীর্তন গেয়েছেন তিরুমালা তিরুপতি দেবস্থানমের হয়ে। এছাড়াও হিন্দি, মরাঠি, তামিল, তেলুগু, বাংলা একাধিক ভাষায় ভক্তিগীতি গেয়েছেন তিনি।
আরও পড়ুন: উন্মুক্ত ক্লিভেজে দেশি ওয়াইন গানে উদ্দাম নাচ! মোনালিসা যেন বম্বশেল
প্রসঙ্গত, পরিবারের জন্যই নিজে বিয়েই করেননি লতা মঙ্গেশকর। তবে ঠিক পরিবারের জন্য বিয়ে করেননি তেমনটাও নয়। এর পেছনে রয়েছে আরো একটি কারণ। জানা যায় তার জীবনেও প্রেম এসেছিল। সে প্রেমিকের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। তার সঙ্গে বিয়ে না করতে পারার কারণেই আজীবন অবিবাহিত রয়ে গিয়েছিলেন তিনি। তার এই প্রেমিক হলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর৷ রাজ সিং দুঙ্গারপুর ও লতা কোনওদিনও বিয়ে করেননি৷
এক সময় বহুল চর্চিত ছিল তাদের এই প্রেম কাহিনী। এই জুটি বিয়ে করবেন বলেও ঠিক করেছিলেন। কিন্তু রাজ সিং দুঙ্গারপুরের বাবা বিয়েতে রাজি না থাকায় তাদের এই প্রেম আর শুভ পরিণয় সম্পন্ন হতে পারেনি। আর সেই কারণেই আজীবন অবিবাহিত রয়ে গিয়েছেন এই দুই ব্যক্তি।