বিনোদন

মৃত্যুর আগে বোনকে দিয়েছিলেন মনমুগ্ধকর উপহার! লতার সেই অমূল্য রত্ন আজও আগলে রেখেছেন আশা

আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকর, সঙ্গীত জগতের দুই অমূল্য সম্পদ। এই দুই বোনের মধ্যের সম্পর্কও যেন এক দৃষ্টান্ত স্থাপন করে। তাঁদের ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধা শিক্ষণীয়। এই লতা মঙ্গেশকরই মৃত্যুর আগে বোনকে এমন এক উপহার দিয়ে গিয়েছেন যা আজও আগলে রেখেছেন আশা।

একবার এক গানের রিয়েলিটি শোতে এসে আশা জি জানান মৃত্যুর ছয়মাস আগে লতা মঙ্গেশকর তাঁকে ডেকে জিজ্ঞেস করেছিলেন কী চাই তাঁর। তিনি যা চাইবেন তাই দেবেন লতা জি। সেই সময় আশা ভোঁসলে অনেক ভেবে বলেছিলেন তাঁর সই করা একটি শাড়ি যেন সে তাঁকে দেয়। সেই মত একটি শাড়ি নিজের নাম লিখে বোনকে উপহার দিয়েছেন লতা মঙ্গেশকর।

সেই শাড়িটি সড়গামাপার মঞ্চে নিয়েও এসেছিলেন আশা ভোঁসলে। সকলে ছুঁয়ে দেখেছিল সুর সম্রাজ্ঞীর সেই শাড়িটি।সারাজীবন এই উপহার সঙ্গে করেই রাখবেন তিনি, জানালেন সেও।

একজন ইন্ডাস্ট্রিতে পরিচিত ছিলেন লতা দিদি নামে, আরেকজন পরিচিত ছিলেন আশা তাই নামে। দিদির পা ধোয়া জল পর্যন্ত খেতেন আশা। তাই তো, তাঁর দেওয়া শেষ উপহার আজও সামলে রেখেছেন তিনি।

Back to top button