তিনি সুর সম্রাজ্ঞী। স্বয়ং মা সরস্বতী বিরাজ করতেন লতা মঙ্গেশকরের গলায়। এ সংগীতশিল্পী খুব অল্প বয়সেই শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার। নিজের পরিবার এবং ভাই-বোনদের দেখাশোনার জন্য খুব ছোট থেকেই পেশাদারী ভাবে গান গাইতে শুরু করেন। কত টাকা পারিশ্রমিক নিতেন তিনি?
জানা যায়, প্রাথমিকভাবে একটি গান করতে ২০,০০০ টাকা নিতেন লতা মঙ্গেশকর। পরবর্তীতে তা বেড়ে দাঁড়িয়েছিল ৫০,০০০ টাকা। এরপরেই পেশা থেকে সরে আসেন তিনি। শেষ সময় যদি তিনি গাইতেন তবে তাঁর পারিশ্রমিক গান পিছু ১ থেকে ২ লাখ টাকাও হতে পারত।
একবার এক সাক্ষাৎকারে তিনি মহিলা শিল্পীদের পারিশ্রমিক নিয়ে বলেন, মহিলাদের যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক দাবি করা উচিত। শেখান, নিজের যোগ্যতা অনুযায়ী দাবি করতে হবে পারিশ্রমিক। তাঁকে সামনে রেখেই গায়িকাদের উত্থান।
জানা যায় তার জীবনেও প্রেম এসেছিল। সে প্রেমিকের প্রতি ছিল তার গভীর ভালোবাসা। তার সঙ্গে বিয়ে না করতে পারার কারণেই আজীবন অবিবাহিত রয়ে গিয়েছিলেন তিনি। তার এই প্রেমিক হলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর৷ রাজ সিং দুঙ্গারপুর ও লতা কোনওদিনও বিয়ে করেননি৷