আলপনা আঁকা থেকে নৈবেদ্য সাজানো! কীভাবে লক্ষ্মীপুজো করলেন ভাস্বর?

আগে লক্ষ্মী পুজোয় মাই সব আয়োজন করত। কিন্তু মায়ের মারা যাওয়ার পর সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ছেলে। আলপনা দেওয়া থেকে শুরু করে নৈবেদ্য সাজানো, সবটাই নিজের হাতে করেন ভাস্বর চট্টোপাধ্যায়। এমনকি ভোগটাও নিজের হাতেই বেড়ে দেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা। সেখানে দেখা গিয়েছে পুজোর যাবতীয় আয়োজন তিনি নিজের হাতেই করছেন। সারা বাড়ি জুড়ে দিচ্ছেন আলপনা, নৈবেদ্য সাজাচ্ছেন, ভোগ সাজিয়ে দিচ্ছেন। শুধুমাত্র রান্না করতে পারেন না তাই রান্নার দিদি ভোগটি বানিয়ে দেন।
অভিনেতা জানিয়েছেন, “চারদিকের এই অশান্তি আর ভালো লাগে না। যুদ্ধ যেখানেই হোক প্রভাব তো সব জায়গায় পড়ে। জিনিসপত্রের দামও বাড়তে থাকে। তাই মায়ের কাছে সবার জন্য শান্তিই চাইলাম”।
যতদিন অভিনেতার মা অপর্ণা চট্টোপাধ্যায় ছিলেন ততদিন তিনি নিজেই সব জোগাড় করতেন। এখন সেই দায়িত্ব পালন করছেন ভাস্বর। এবং তাঁর কাজে কোনও ত্রুটি নেই। ছেলের সব কাজ নিজে বসে থেকে দেখেছেন ভাস্বরের বাবা। ফুল দিয়ে প্রতিমা সাজানোর পরে পুরোহিত মন্ত্র পড়ে পুজো সেরেছেন।