বৃষ্টি মানেই কি চামড়ার জুতোকে টাটা বলার সময়? কারণ বৃষ্টিতে যদি একবার চামড়ার জুতো ভিজে যায় তাহলে তাকে শুকোতে গিয়ে নাজেহাল অবস্থা হতে হয়। এদিকে জুতো যে বেশিদিন তুলে রেখে দেবেন সেই উপায়ও নেই। কারণ বর্ষায় জুতো এই ড্যাম পড়ে গিয়ে তার অবস্থা হয়ে যাবে আরও সঙ্গিন। তাহলে এই অবস্থায় কী করনীয়? বৃষ্টি কিংবা আর্দ্র আবহাওয়ায় চামড়ার জুতো ও ব্যাগকে কিভাবে রক্ষা করবেন? রইল কিছু টিপস।
প্রথমত বর্ষায় চামড়ার জুতোকে নিয়মিত পালিশ করতে হবে। এর ফলে জুতোর উপরে কাদা জল জমতে পারবেনা। একটু খরচ করে যদি জুতোতে শ্যু ওয়াক্সিং করানো যায় তাহলে জুতো অনেকখানি বর্ষায় সুরক্ষিত থাকে। এরপর পালিশ করিয়ে নিলেই জুতো একেবারে ঝকঝকে।
এছাড়াও চামড়ার ব্যাগ, জুতা বা বেল্ট অনেক সময় ভাঁজ হয়ে দাগ পড়ে যায়। সেটা ওঠানোর জন্য প্রথমে ভাঁজ হওয়া জায়গা সমান করে ধরে তার উপর জল ঝরানো মোটা ভেজা কাপড় পেতে দিন। তারপর ভেজা কাপড়ের উপর দিয়ে মোটামুটি তাপে ইস্ত্রি করুন।
এছাড়াও এখন দোকানে ওয়াটার প্রুফ শ্যু স্প্রে পাওয়া যায়। হঠাৎ বর্ষার আগমনে জুতোয় লাগিয়ে নিলেই কেল্লাফতে। তবে স্প্রে প্রয়োগে জুতোর রঙ বদলানোর সম্ভাবনা থাকে। সেটা মাথায় রেখেই স্প্রে বেছে নিন। আবার জুতো ভিজে গিয়ে দুর্গন্ধ বের হয়। সেক্ষেত্রে একটা ছোট্ট কাপড় ভিনিগারে ভিজিয়ে জুতোর ভিতরটা ভালো করে মুছে নিন। এতে দুর্গন্ধ দূর হবে।
চামড়ার ব্যাগ যদি ভিজে যায়, তাহলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তারপর পাখা চালিয়ে শুকিয়ে নিন। এরপর যে কোনও তেল হালকা করে ব্যাগে মাখিয়ে রাখুন। এক্ষেত্রে সাধারণত নারিকেল তেল ব্যবহার করা যেতে পারে। বেল্টও এইভাবে যত্ন করতে পারেন।