সিরিয়াল

বয়সকে থমকে দিয়ে ফাটিয়ে অভিনয়! শুটিং ফ্লোরেই ৮২-এর লিলি চক্রবর্তীর জন্মদিন পালন

ইচ্ছে আর উদ্যম থাকলে বয়স যে কোন ব্যাপার নয় সেটা বারবার প্রমাণ করেছেন একাধিক প্রবীণ অভিনেতা অভিনেত্রীরা। তাদের মধ্যেই অন্যতম লিলি চক্রবর্তী।

৮২ বছর বয়সে এসেও দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন তিনি। এবার এই প্রবীণা অভিনেত্রীর জন্মদিন পালন করা হলো শুটিং ফ্লোরেই চক্রবর্তী। এই সিরিয়ালে তার চরিত্রের নাম হেমোনলিনী দেবী। দত্ত বাড়ির সকল সদস্য মিলে দারুন ভাবে তার জন্মদিন পালন করলেন শুটিং সেটেই।

জন্মদিনের দিন একেবারেই অন্যরকম ভাবে সেজেছিলেন লিলি চক্রবর্তী। নীল সালোয়ার কামিজে অপূর্ব লাগছিল অভিনেত্রীকে। কলাকুশলীদের মাঝে বসে কেক কাটলেন অভিনেত্রী। তার জন্মদিনে যেমন আপ্লুত ছিল সেটের অন্যান্য সদস্যরা ঠিক তেমনি একইভাবে আপ্লুত হয়েছেন এই প্রবীনা অভিনেত্রীও।

কিছুদিন আগেই তাঁকে অর্ধাঙ্গিনী সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। বাংলা সিনেমার পাশাপাশি বলিউডেও দারুন অভিনয় করেছেন তিনি। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, অমিতাভ বচ্চনের মত অভিনেতা দের সঙ্গে চুটিয়ে কাজ করেছেন তিনি। ইতিমধ্যেই অভিনয় জগতে ৬৩ বছর অতিক্রম করেছেন অভিনেত্রী।

Back to top button