অফবিট

বিশালাকার সাপের লেজে টান! শিশুর সাহস দেখে আঁতকে উঠল নেট দুনিয়া

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম করা ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে,বিশালাকার একটি সাপের লেজ ধরে রীতিমতো খেলা করছে একটি নির্ভীক শিশু। চোখে-মুখে তার ভয়ের লেশ মাত্র নেই। তবে যেভাবে সে সাপটিকে ধরে আছে তাতে যে কোনও সময় সাপটি কামড়ে দিতে পারে।

এই ভিডিও দেখে রীতিমত উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকে বাবা মায়ের উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, এইরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কীভাবে ছোট্ট বাচ্চার মা-বাবা তাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন?

প্রসঙ্গত, কিছুদিন আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানেও দেখা গিয়েছিল, এক চার বছরের শিশু অবলীলায় একটি বিষাক্ত সাপ হাতে নিয়ে খেলে বেড়াচ্ছে। আর তাই দেখে বাড়ির লোকজন ভয়েই অস্থির। এদিকে ওই কালো সাপের লেজ ধরে গটগট করে হেঁটে শিশুটি বাড়ির আরও অন্দরে যাওয়ার সময় তার দাদু তাকে ধরে ফেলে। হাত ধরে ঘরের বাইরে বার করে দেন। তবে শেষ পর্যন্ত বাচ্চাটি সাপের লেজ ছাড়েনি।

এই ভিডিও দেখে শিউরে উঠেছেন অনেকেই। শিশুটির সাহসকে ধন্যি ধন্যি করলেও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। শিশুটির বিপদ হতে পারতো ভেবেও অস্থির হয়েছেন কেউ কেউ।

Back to top button