কন্ঠে যেন সরস্বতী! মায়ের ভুল ধরে দিয়ে লতাজির মতই আলাপ গাইল একরত্তি

কিছু কিছু প্রতিভা ভগবান প্রদত্ত হয়। ছোট্ট এক খুদের কণ্ঠে যেন বিরাজ করছে স্বয়ং মা সরস্বতী। একেবারে অবিকল লতা জির মতই আলাপ গাইছে সে। আর মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই ভিডিও ভাইরাল হতেই ধন্যি ধন্যি পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিশু কন্যা মায়ের আলাপ শুনেই বলছে, ‘না না, এটা ঠিক হচ্ছে না!’ সে ঠিক করে দিচ্ছে মায়ের সুর। সঠিক সুরে গেয়ে মাকে শোনাচ্ছে! যা দেখে অবাক সকলে। অনন্ত কুমার নামের এক ট্যুইটার ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করেছেন।
ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা তাকে লতাজির সঙ্গেই তুলনা করছেন। যতবার তার মা গাইছেন, ততবার মায়ের সুর ঠিক করে দিচ্ছে এই খুদে। কোকিল কণ্ঠী গলায় কী অসাধারণ ভাবে সুর ধরছে সে। তাঁর কণ্ঠ শুনে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছে গোটা নেট দুনিয়া।
তিন অথবা চার বছর বয়সের ওই ছোট্ট মেয়েটির নাম শালমলি। তার এই বয়সেই সুরের এমন পরখ যা অবাক করবে। বলা হচ্ছে এই খুদের গলাতেও মা সরস্বতীর বাস। এও যেন ‘স্বরা কোকিলা’।