ছয় বছরের ছেলের গানে মুগ্ধ নেটদুনিয়া! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল ভিডিও

Published on:

ছয় বছরের ছেলের গানে মুগ্ধ নেটদুনিয়া! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল ভিডিও

কিছু কিছু প্রতিভা হয় একেবারেই ভগবান প্রদত্ত। সেই প্রতিভা কোনভাবেই লুকিয়ে রাখা যায় না। আর প্রতিভা প্রকাশ পেলেই তা বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার কল্যাণে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক ব্যক্তির প্রতিভা ভাইরাল হয়েছে যা দেখলে তাজ্জব হবেন আপনিও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দু’ জন ছেলেকে গান গাইতে শোনা যাচ্ছে। আর তাদের সুরের মূর্ছনায় মুগ্ধ নেটাগরিকরা। দুটি ভাই মিলে অনুভ জৈনের ‘জো তুম মেরে হো’ গান গাইছে।

   
 ⁠

এরমধ্যে ৬ বছরের যে ছেলেটি ছিল তার স্বর আরও বেশি আকর্ষণ করেছে নেটিজেনদের। ক্যাপশনে লেখা হয়, “কিশোর এবং ক্রিশের জো তুম মেরে হো কভার”। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

  
 ⁠

দিন কয়েক আগে আরও এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, ব্যক্তি রাস্তার ধারে মাইক হাতে গান গাইছেন। তার সাহস ও কণ্ঠে মানুষ মুগ্ধ। ভাইরাল ভিডিওতে তাকে ‘কেয়া হুয়া তেরা ওয়াদা’ গাইতে দেখা যায়। সামনে রাখা একটি দান বাক্স। আর এই ভাবেই নিজের দারিদ্র্যতার সঙ্গে লড়ে চলেছে সে।