বিনোদন

অপরাজিতার লক্ষ্মীর গয়না এল মায়াপুর থেকে! পাঠালো কে? কীভাবে লক্ষ্মী পুজো করলেন অভিনেত্রী? রইল ভিডিও

অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বাড়ির লক্ষ্মীপূজো দারুন জনপ্রিয়। সকলেই জানেন নিজের হাতে লক্ষ্মী প্রতিমা গড়ে পূজা করেন তিনি। নানান ধরনের গয়না দিয়ে সাজান সেই প্রতিমাকে। এবার তার সেই প্রতিমার জন্যই গয়না এলো মায়াপুর থেকে।

লক্ষ্মী প্রতিমাকে গয়না দিয়ে সাজানোর একটি ভিডিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া। সেখানেই তিনি জানিয়েছেন এবারে এই গয়না পাঠিয়েছে তার এক অনুরাগী। আসল বিষয়টি হল টিভির একটি রিয়ালিটি শো করার জন্য এক মহিলার বাড়িতে গিয়েছিলেন তিনি। সেখানে ই অপরাজিতার সঙ্গে আলাপ হয় ওই মহিলা এতটাই আপ্লুত হয়ে গিয়েছেন যে লক্ষ্মীপূজায় তার ঠাকুরের জন্য গয়না পাঠিয়েছেন তিনি।

 সেই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমার এবছরের মা লক্ষ্মীর সাজ এবারে মা লক্ষীর যে পোশাক এবং যে গয়না সেটা মায়াপুর থেকে আমার এক বোন পাঠিয়েছেন (দেবযানি) তার বাড়ি আমরা ঘরে ঘরে zee বাংলার জন্যে গিয়েছিলাম তার গোপাল আছে এবং তার গোপাল আমার মা লক্ষীকে অর্থাৎ তার বউকে তার পোশাক এবং গয়না পাঠিয়েছেন তাই মা এবারে চটপট করে খুব সুন্দর ভাবে সেজে নিয়েছে।”

প্রায় ৩৭ বছরের দেবী মূর্তি পূজিত হয় তাঁর বাড়িতে। লক্ষ্মী ঠাকুরের সঙ্গে তিনি নিজেও নাকে নথ, গলায় হার, কপালে বড় লাল টিপ সঙ্গে লাল পাড় হলুদ শাড়িতে সেজে উঠেছেন।

Back to top button