অফবিট

অবাক কান্ড! পাথরের দেবমূর্তি খাচ্ছে দুধ! ভিডিও ভাইরাল হতেই ভিড় ভক্তদের

কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে কি না হয়। তেমন চিত্রই যেন ফের একবার ফিরে এল। পাথরের দেবমূর্তি দুধ পান করছে। মুখের সামনে চামচ করে দুধ ধরলে নিমিষেই তা শেষ হয়ে যাচ্ছে। এমন ঘটনা ঘটেছে শিলিগুড়িতে।

২৭ বছর আগেও এমন এক ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল। তখন গণেশ মূর্তি দুধ খাচ্ছিল। এবার কোথাও আবার শিব মূর্তি দুধ পান করছে। আর এ নিয়ে শহরের বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে হইচই। এই কাণ্ড দেখতে লম্বা লাইন পরে গিয়েছে মন্দিরে।

শিলিগুড়ির বিভিন্ন মন্দিরেই নাকি এই ঘটনা ঘটছে। শিব ঠাকুরে দুধ পান ছাড়াও জলও পান করছে শিবমূর্তি, পাথরে নন্দীও নাকি জল পান করছেন।বাটি, ঘটির মধ্যে দুধ নিয়ে মন্দিরে ভিড় করতে শুরু করেছে ভক্তরা। জনমানসে তৈরি হয়েছে এই বিশ্বাস যে বিশেষ শুভক্ষণ উপস্থিত।

সোশ্যাল মিডিয়ায় আচমকা ভাইরাল হয় একটি ভিডিয়ো। যাতে দেখা যায় মহাদেবের বাহন নন্দীর পাথরের মূর্তির সামনে চামচে দুধ ধরলেই তা নিঃশেষ হয়ে যাচ্ছে।এই ভিডিয়ো দেখেই শিলিগুড়িতে কাতারে কাতারে মানুষ মন্দিরে শিব ও নন্দীমূর্তিকে দুধ খাওয়াতে জমা হন।

তবে বিজ্ঞান মঞ্চের দাবি, এই পুরো বিষয়টি অন্ধবিশ্বাস। কোনও মূর্তিরই খাওয়ার ক্ষমতা নেই।দেওয়ালের গায়ে এই রকম তরল পদার্থ ধরলে দেওয়ালেও সেগুলি শুষে নেয়। এক্ষেত্রেও তাই হয়েছে হয়তো।

Back to top button