বিনোদন

গুরুতর অসুস্থ মাধবী মুখোপাধ্যায়! হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী, কী জানালেন কন্যা

মারাত্মক অসুস্থ মাধবী মুখোপাধ্যায়। ভর্তি রয়েছেন শহরের এক বেসরকারি হাসপাতালে। আপাতত ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তিনি। জানা গিয়েছে সেলুলাইটিসের কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রথমে তাঁকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছিল। কিন্তু অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়।

অভিনেত্রী পায়ে ব়্যাশ নিয়ে হাসপাতালে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে সংক্রমণের জন্য তাঁকে ভর্তি নেওয়া হয়। তবে নানা পরীক্ষা-নিরীক্ষা করে যদি সংক্রমণ কিছুটা কম হয়, তবে দ্রুত জেনারেল বেডেও দিয়ে দেওয়া হবে অভিনেত্রীকে বলে জানা গিয়েছে।

অভিনেত্রীর কন্যা জানিয়েছেন, “মায়ের অবস্থা বেশ গুরুতর ছিল। তবে এখন তিনি ঠিক আছেন। আজই হাসপাতাল থেকে মাকে ছেড়ে দেওয়া হচ্ছে”। বর্ষীয়ান অভিনেত্রী এখন খানিকটা সুস্থ আছেন বলেও জানিয়েছেন তাঁর কন্যা।

এমনিতেই রক্তাল্পতা ও ডায়াবিটিসের সমস্যা রয়েছে অভিনেত্রীর। গতবছর এই সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। তাঁর সুগার-প্রেশার সবটাই নর্ম্যাল। মেডিক্যাল বোর্ড গঠন করে প্রতিটা মুহূর্তে নজর রাখা হচ্ছে অভিনেত্রীর ওপর।

Back to top button