বিনোদন

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন মাধবী মুখোপাধ্যায়! কেমন আছেন অভিনেত্রী?

প্রায় ২৩ দিন হাসপাতালে কাটিয়ে অবশেষে খানিকটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। এখন স্থিতিশীল রয়েছেন তিনি। ২১ জুন গুরুতর অসুস্থতা নিয়ে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বেশ কিছু সমস্যা ছিল তাঁর। তবে এখন সেই সব কাটিয়ে বাড়ি ফিরেছেন মাধবী দেবী।

চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেত্রীর ত্বকের নীচে থাকা ব্লাড ভেসেলে প্রদাহ শুরু হয়েছিল। চিকিৎসার ভাষায় যাকে ভাস্কুলাইটিক ডার্মাটাইটিস বলে। এর ফলে ত্বকে বিভিন্ন লাল ব়্যাশ হয়ে যায়। বিষয়টি গুরুতর পর্যায়ে পৌঁছনোর পর হাসপাতালে ভর্তি করা হয়। ডা. বিশ্বজিৎ ঘোষদস্তিদারের নেতৃত্বে বিশিষ্ট চিকিৎসকদের টিম তাঁর চিকিৎসা করে।

হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, বর্তমানে মাধবীর অবস্থা স্থিতিশীল। ত্বকের প্রদাহের কোনও লক্ষণ নেই তাঁর দেহে। আপাতত তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

অশীতিপর অভিনেত্রীর দেহে বাসা বেঁধেছে একাধিক অসুখ। তাই কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও ওই সমস্যা হয়ে থাকতে পারে বলে দাবি করছেন চিকিৎসকরা।এমনিতেই রক্তাল্পতা ও ডায়াবিটিসের সমস্যা রয়েছে অভিনেত্রীর। গতবছর এই সমস্যা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সুস্থ রয়েছেন মাধবী মুখোপাধ্যায়। তাঁর সুগার-প্রেশার সবটাই নর্ম্যাল। প্রতিটা মুহূর্তে নজর রাখা হচ্ছে অভিনেত্রীর ওপর।

Back to top button