মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে আলাদাই আন্তরিকতার সম্পর্ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। প্রিয় বুম্বাকেও অত্যন্ত স্নেহ করেন মাধবী। এমনকি এই প্রসেনজিতের কাছেই প্রথম মা ডাক শুনেছেন তিনি। তাই সব দিক থেকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাধবী মুখোপাধ্যায়ের কাছে সব থেকে বেশি আদরের।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
মাধবী মুখোপাধ্যায় কিংবদন্তি অভিনেত্রী। তার সঙ্গে অভিনয় করা, স্ক্রিন শেয়ার করা নবাগতদের কাছে ভাগ্যের ব্যাপার। আর প্রসেনজিতের প্রথম ছবি ছোট্ট জিজ্ঞেসাতে অভিনেতার মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। তখনই প্রথম মা ডাক শোনেন তিনি।
এই প্রসঙ্গে বর্ষীয়ান অভিনেত্রী জানান, “সকলে আমাকে মাধুদি বলে ডাকলেও বুম্বা আমাকে মাধু আন্টি বলে ডাকে। ওর মুখেই আমি প্রথম ‘মা’ শুনেছি”। এরপরেই নিজের জীবনের শেষ ছবিটিও তিনি প্রসেনজিতের সঙ্গেই করতে চান বলে জানান।
ছোট্ট জিজ্ঞেসা ছবিতে মাধবী ছাড়াও অভিনয় করেছিলেন প্রসেনজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর সঙ্গে ছোট বেলার এক ছবি আপলোড করেছিলেন অভিনেতা। এক পুরনো অদেখা ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেত্রী চোখ বন্ধ করে ছোট্ট এই অভিনেতাকে বুকে জড়িয়ে আছেন আর অভিনেতা তাঁর গালে চুমু খাচ্ছেন।