মা নেই তাই….. খুব মিস করি! জন্মদিনে পুরোনো স্মৃতিতে ভারাক্রান্ত মাধবী মুখোপাধ্যায়

Published on:

মা নেই তাই..... খুব মিস করি! জন্মদিনে পুরোনো স্মৃতিতে ভারাক্রান্ত মাধবী মুখোপাধ্যায়

ছোটবেলা মানেই নস্টালজিয়া। আর জন্মদিন মানেই ছোটবেলায় ফিরে যাওয়া। ছোটবেলার স্মৃতি হাতড়ে বেড়ানো। ১০ ফেব্রুয়ারি ছিল বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জন্মদিন। এখনও জন্মদিনে মাকে অনেক বেশি করে মিস করেন তিনি। তবে মায়ের অভাব খানিকটা মিটিয়েছে তাঁর কন্যা।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমার মা তখন জন্মদিন পালন করতেন। এখন যেহেতু আর মা নেই, তাই সেই বিষয়টা খুব মিস করি। মা যখন জন্মদিন পালন করতেন, তখন যাদের সঙ্গে শুটিং করতাম, তাঁরা অনেকেই আসতেন আমার বাড়িতে”।

   
 ⁠

তবে জন্মদিনেও কাজ করেছেন তিনি। নিয়ম করে গিয়েছেন শুটিং ফ্লোরে। তবে বাড়িতে মেয়ে তাঁর জন্মদিন পালন করেছে বলে জানান তিনি। বলেন, “আগে মা জন্মদিন পালন করতেন। এখন আমার মেয়ে করে। মেয়ে তো বড় হয়ে গিয়েছে। ওই নিজের মত করে আয়োজন করে”।

  
 ⁠

কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েন মাধবী মুখোপাধ্যায়। লেক গার্ডেন্সে মেয়ের বাড়িতে ছিলেন ৮২ বছরের প্রবীণ অভিনেত্রী। চিকিৎসকের পরামর্শ মত চিকিৎসা চলছিল তাঁর বাড়িতেই। তবে তাঁর আচমকা অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছিলেন পরিবার ও অনুরাগীরা।