১০ বছরের সম্পর্কে বিচ্ছেদ? রাজা-মধুবনীর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিচ্ছেদের জল্পনা

জিতু নবনীতার বিচ্ছেদের জল্পনা এখন সর গরম সোশ্যাল মিডিয়া। এর মধ্যেই ফের আরো এক নতুন জল্পনা শুরু হলো। রাজা এবং মধুবনী এক ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। তবে কি এগারো বছরের সম্পর্কে ইতি পড়তে চলেছে। বিচ্ছেদের শুটকি এই দম্পতির ঘরেও?
টলিউডের এক মিষ্টি জুটি রাজা ও মধুবনী। সন্তান হওয়ার পর মধুবনী আর সেভাবে কাজ করছেন না। সারাদিন ছেলেকে নিয়েই ব্যস্ত থাকেন তিনি। অপরদিকে রাজা ব্যস্ত তার শুটিং নিয়ে। ফলে নিজেদেরকে আর সেভাবে সময় দেওয়া হয়ে ওঠে না সেভাবে। কিন্তু তাও নিজেদের মধ্যে বোঝাপড়া একেবারেই শক্ত এই জুটির।
তবে বিচ্ছেদের যে জল্পনা উঠেছে একেবারেই অপ্রাসঙ্গিক। কারণ এই বিচ্ছেদ তাদের মধ্যে হচ্ছে না। বরং হচ্ছে তাদের পুরনো গাড়ির সঙ্গে। প্রায় এক দশক আগে নিসানের একটি গাড়ি কিনেছিলেন রাজা গোস্বামী। সেটিতে অনেকদিন ঘুরেছেন তাঁরা।তবে এবার গাড়িটি বিক্রি করে দিতে হয়েছে তাঁকে। সেই কারণেই এমন পোস্ট।
প্রায় ১০ বছরের প্রেম মধুবনী ঘোষ আর রাজা গোস্বামীর। তার পর ছয় বছর হয়ে গেল সংসার পেতেছেন তাঁরা। ভালোবাসা ডট কম বলে একটি সিরিয়াল থেকে আলাপ মধুবনী এবং রাজার। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে শুভ পরিণয়। তাদের ছ বছরের দাম্পত্য জীবনে একটি ছোট্ট ছেলে রয়েছে। রাজা এখন সিরিয়াল করলেও মধুবনি টেলি জগত থেকে নিজেকে সরিয়ে সম্পূর্ণ সংসারী হয়ে উঠেছেন। সময় দিচ্ছেন নিজের ছেলে কেশবকে।