বিনোদন

কেশব বিয়ে করবি? মায়ের প্রশ্ন শুনে কী উত্তর দিল রাজা-মধুবনির ছেলে? ভিডিও দেখে হাসির রোল নেটদুনিয়া

রাজা-মধুবনি টলিউডের এক মিষ্টি কাপল। আর তাদের ছেলে কেশব তো আরো মিষ্টি। এবার মায়ের প্রশ্নের জবাবে কেশব এমন এক উত্তর দিল যা শুনে হেসেই কুটোকুটি নেট দুনিয়া।আর সেই রিলস ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কেশব বসে রয়েছে সোফায়, আর মধুবনি খাটে। সেখান থেকেই মধুবনী তাকে জিজ্ঞেস করছে, “এই কেশব তুই বিয়ে করবি”? আর তার উত্তরে ছেলে জোরে জোরে মাথা নেড়ে না বলছে। এই ভিডিও দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

বর্তমান ক্ষণস্থায়ী প্রেমের যুগে নিজেদের সম্পর্ক নিয়ে গর্ব অনুভব করেন অভিনেত্রী মধুবনী ঘোষ। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এমনই উপলব্ধির কথা লিখেছিলেন তিনি। প্রায় ১০ বছরের প্রেম মধুবনী ঘোষ আর রাজা গোস্বামীর। তার পর ছয় বছর হয়ে গেল সংসার পেতেছেন তাঁরা।

ভালোবাসা ডট কম বলে একটি সিরিয়াল থেকে আলাপ মধুবনী এবং রাজার। সেখান থেকেই বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে শুভ পরিণয়। তাদের ছ বছরের দাম্পত্য জীবনে একটি ছোট্ট ছেলে রয়েছে। রাজা এখন সিরিয়াল করলেও মধুবনি টেলি জগত থেকে নিজেকে সরিয়ে সম্পূর্ণ সংসারী হয়ে উঠেছেন। সময় দিচ্ছেন নিজের ছেলে কেশবকে।

Back to top button