গসিপ

সবুজ বিকিনিতে উন্মুক্ত ক্লিভেজ! বোল্ড লুকে ছবি দিতেই মধুমিতাকে কটাক্ষ নেটিজেনদের

ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন বড়পর্দায় তার অবাধ আনাগোনা। ওটিটি প্লাটফর্ম হোক কিংবা সিনেমা সবেতেই এখন দাপিয়ে অভিনয় করছেন মধুমিতা সরকার। তার অভিনয় দক্ষতা মন কেড়েছে দর্শকদের। এবার এই মধুমিতাই বোল্ড লুকে ধরা দিলেন। যা নিয়ে কটাক্ষ জুটল সোশ্যাল মিডিয়ায়।

বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় মধুমিতা সরকার। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় এমন এক ছবি দিলেন যা অনুরাগীরা একেবারেই খুশি নন। বরং এই ধরনের ছবির নিন্দে করেছেন তাঁরা। পছন্দের অভিনেত্রীকে এহেন বোল্ড লুকে দেখতে মোটেই পছন্দ করেছেন না তাঁরা।

আধখোলা পোশাকে, সবুজ বিকিনি পরে ছবি দিয়েছেন অভিনেত্রী। সেখানে দৃশ্যমান তাঁর বক্ষ যুগলের খাঁজ। ছবিটি তুলেছেন তথাগত ঘোষ, যিনি একদা ছিলেন প্রিয়াঙ্কা সরকারের ‘বিশেষ বন্ধু’। এরপরেই একের পর এক নোংরা মন্তব্যের জোয়ার তাঁর এক ছবিকে কেন্দ্র করে।

আরও পড়ুন: জল থেকে বেড়িয়ে বিকিনি ভিডিওটা দেখাও! বোল্ড ভিডিও পোস্ট করতেই এনাকে কটাক্ষ নেটিজেনদের

কেউ লিখেছেন, “তোমার কাছ থেকে এ হেন ছবি আশা করিনি। একরাশ ধিক্কার”। অশ্লীলতা অতিক্রম করে যৌন ইঙ্গিত পূর্ন মন্তব্যও এসেছে। এছাড়াও তাঁর ব্রেস্ট সার্জারি নিয়েও অনেকেই মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, অভিনেত্রী বেশ কয়েকদিন আগে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালির বিনোদিনী রূপে ছবি পোস্ট করেছিলেন। পরনে সাদা শাড়ি, গলায় কাঠের মালা হাতে কালো কার খোলা চুল। ঠিক যেন চোখের বালির বিনোদিনী।

আরও পড়ুন: এবার পুজোটা তোমাদের সঙ্গে কাটাতে পারব না! শ্বশুর-শাশুড়িকে মিস করছেন নবনীতা, তবে কি মিলবে ফের দুটি মন?

ঐশ্বর্য রাই বচ্চন, বলিউডের দাপুটে সেলেব বিনোদিনীর চরিত্রে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় তিনি যেভাবে নিজেকে তুলে ধরেছিলেন, তা এক কথায় বলতে গেলে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। আজও সেই চরিত্র এক অন্যতম চরিত্র হয়ে রয়ে গিয়েছে। এবার কি সেই চরিত্রে দেখা যাবে মধুমিতা কে? কৌতূহলের নিরসন অবশ্য করেননি অভিনেত্রী। শুধু ক্যাপশনে লিখেছেন, “ভুলিতে নাহি পারি”।

Back to top button