ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন বড়পর্দায় তার অবাধ আনাগোনা। ওটিটি প্লাটফর্ম হোক কিংবা সিনেমা সবেতেই এখন দাপিয়ে অভিনয় করছেন মধুমিতা সরকার। তার অভিনয় দক্ষতা মন কেড়েছে দর্শকদের। স্বামী সৌরভের সঙ্গে বিচ্ছেদেরক পর কেটেছে বেশ কয়েক বছর। নিজের ব্যক্তিগত জীবনও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। প্রকাশ করেছেন এনেছেন প্রেমিকের নাম, ছবি। এবার বছর শেষে নিজের মনের কথা খুলে লিখলেন সোশ্যাল মিডিয়ায়।
মধুমিতা জানিয়েছিলেন, তাঁর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। অনেক ছোটবেলার বন্ধু তাঁরা। মাঝে অনেকটা সময় যোগাযোগ ছিল না। এরপর হঠাৎই যোগাযোগ হয়। দেখা হওয়ার পর একে-অপরের প্রতি নিবিড় টান অনুভব করেছেন। জড়িয়েছেন ভালোবাসার বাঁধনে।
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, “নিজের নিয়মেই বছর শেষ হবে। সেটাকে আমি আটকে রাখতে পারব না। তবে ২০২৪-এ যা যা করেছি সেগুলো একবার ফিরে দেখতেই পারি। এই বছরটা ছিল আশীর্বাদে পরিপূর্ণ”।
অভিনেত্রী আরও লেখেন, “এই বছরটা আমাকে শিখিয়েছে কীভাবে ছোট ছোট জিনিসেও জীবনে খুশিতে থাকতে হয়। শিখিয়েছে জীবনের উপর আশা-ভরসা রাখতে হয়। মনে করিয়েছে, যদি বিশ্বাস অটুট থাকে, যদি তুমি ধৈর্য্য ধরে অপেক্ষা কর তাহলেই সঠিক ফল পাওয়া যাবে। সবচেয়ে বড় কথা যখন তুমি সেই ফলের অপেক্ষাও করবে না”।
২০২৫ সালেই বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। মধুমিতা কথায়, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই এভাবে চর্চায় আসতে চান না। একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত। পুরোনো অতীতকে ভুলে এখন চুটিয়ে প্রেম করছেন তিনি।