সিনেমা

মুম্বইতে উড়ে যাচ্ছে পাখি! বলিউডে ডেবিউ করতে চলেছেন মধুমিতা সরকার, বিপরীতে কোন অভিনেতা?

ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন বড়পর্দায় তার অবাধ আনাগোনা। ওটিটি প্লাটফর্ম হোক কিংবা সিনেমা সবেতেই এখন দাপিয়ে অভিনয় করছেন মধুমিতা সরকার। এবার বলিউডে পাড়ি দিলেন অভিনেত্রী। তার অভিনয় দক্ষতা মন কেড়েছে দর্শকদের। হিন্দি ছবির নায়িকা হচ্ছেন অভিনেত্রী।

জানা গিয়েছে, ফর্জ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন মধুমিতা সরকার। বিপরীতে ‘হ্যান্ডসাম’ নায়ক। তনুজ ভিরওয়ানি। জনপ্রিয় অভিনেত্রী রতি অগ্নিহোত্রীর ছেলে। বিহারের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই সিনেমা।

জানা গিয়েছে প্রীতম মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা খানিকটা কমেডি ধাঁচের। মধুমিতা এই প্রসঙ্গে জানিয়েছেন, “কমেডি ঘরানার হলেও ইমোশনাল টাচ রয়েছে। ছবিতে একজন সরপঞ্চজীর মেয়ে আমি। বিহারের প্রেক্ষাপটে এক প্রেমের গল্প। তবে নায়ক নায়িকার প্রেমে বাঁধা হয়ে দাঁড়াবে জাঁদরেল বাবা।” সব কিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাস থেকেই শুরু হবে শুটিং।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এমন এক ছবি দিয়েছিলেন অভিনেত্রী যা নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছিল কৌতুহল। তবে কি আরও একটি নতুন সিরিজ আসতে চলেছে অভিনেত্রীর আপাতত এই নিয়েই চলছে জল্পনা।

অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে তাকে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালির বিনোদিনী রূপে। পরনে সাদা শাড়ি, গলায় কাঠের মালা হাতে কালো কার খোলা চুল। ঠিক যেন চোখের বালির বিনোদিনী।

Back to top button