প্রক্তনকে ভুলে বর্তমানের প্রেমে হাবুডুবু! দ্বিতীয় বিয়ে কবে করছেন? দিনক্ষণ জানালেন মধুমিতা

Published on:

প্রক্তনকে ভুলে বর্তমানের প্রেমে হাবুডুবু! দ্বিতীয় বিয়ে কবে করছেন? দিনক্ষণ জানালেন মধুমিতা

ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন বড়পর্দায় তার অবাধ আনাগোনা। ওটিটি প্লাটফর্ম হোক কিংবা সিনেমা সবেতেই এখন দাপিয়ে অভিনয় করছেন মধুমিতা সরকার। তার অভিনয় দক্ষতা মন কেড়েছে দর্শকদের। স্বামী সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর কেটেছে বেশ কয়েক বছর। নিজের ব্যক্তিগত জীবনও প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। প্রকাশ করেছেন এনেছেন প্রেমিকের নাম, ছবি। এবার বিয়ের দিনক্ষণ জানালেন তিনি।

মধুমিতা বলেন, “এই বছর ডিসেম্বর মাসে কিংবা আগামী বছরের গোড়ার দিকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে আমাদের। কারণ শীতকাল আমাদের দুজনেরই বেশ পছন্দ”।

   
 ⁠

মধুমিতা জানিয়েছিলেন, তাঁর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। অনেক ছোটবেলার বন্ধু তাঁরা। মাঝে অনেকটা সময় যোগাযোগ ছিল না। এরপর হঠাৎই যোগাযোগ হয়। দেখা হওয়ার পর একে-অপরের প্রতি নিবিড় টান অনুভব করেছেন। জড়িয়েছেন ভালোবাসার বাঁধনে।

  
 ⁠

অভিনেত্রী বলেন, “জীবন অনেকটা বদলেছে এই ৫ মাসে। প্রতি দিন ঝগড়া লেগেই আছে। আবার অহেতুক ছোটখাটো কারণে আমরা হেসেছি। তাই জীবনকে একঘেয়ে মনে হয়নি কখনও। আর চাই না এটা কখনও থেমে যাক”।

তাঁর কথায়, “আমি কৃতজ্ঞ যে আমরা যে সব স্মৃতি তৈরি করেছি সেগুলোর জন্য। আরও নতুন স্মৃতি তৈরির অপেক্ষায়”।