ছোটবেলার বন্ধুর সঙ্গে চুটিয়ে প্রেম, কবে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা? ব্যক্তিগত জীবন নিয়ে অকপট অভিনেত্রী

Published on:

ছোটবেলার বন্ধুর সঙ্গে চুটিয়ে প্রেম, কবে বিয়ের পিঁড়িতে বসছেন মধুমিতা? ব্যক্তিগত জীবন নিয়ে অকপট অভিনেত্রী

ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন বড়পর্দায় তার অবাধ আনাগোনা। ওটিটি প্লাটফর্ম হোক কিংবা সিনেমা সবেতেই এখন দাপিয়ে অভিনয় করছেন মধুমিতা সরকার। তার অভিনয় দক্ষতা মন কেড়েছে দর্শকদের। স্বামী সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর কেটেছে বেশ কয়েক বছর। এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। প্রকাশ্যে এনেছেন প্রেমিকের নাম। এবার নিজের বিয়ে নিয়ে জানালেন বিশেষ কিছু কথা।

মধুমিতা জানিয়েছিলেন, তাঁর প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। অনেক ছোটবেলার বন্ধু তাঁরা। মাঝে অনেকটা সময় যোগাযোগ ছিল না। এরপর হঠাৎই যোগাযোগ হয়। দেখা হওয়ার পর একে-অপরের প্রতি নিবিড় টান অনুভব করেছেন। জড়িয়েছেন ভালোবাসার বাঁধনে।

   
 ⁠

২০২৫ সালেই বিয়ে করার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। মধুমিতা কথায়, দেবমাল্য যেহেতু ইন্ডাস্ট্রির কেউ নয়, তাই এভাবে চর্চায় আসতে চান না। একটু আড়াল রাখতেই এই সিদ্ধান্ত। পুরোনো অতীতকে ভুলে এখন চুটিয়ে প্রেম করছেন তিনি।

  
 ⁠

অভিনেত্রী বলেন, “এই বছর তো শেষই হয় গেল। তবে যা মনে হচ্ছে পরের বছরের শুরুতেই করে ফেলব। দিনক্ষণ ঠিক হলেই আনুষ্ঠানিক ঘোষণা করব”। মধুমিতা জানান, দেবমাল্য তাঁকে কাজের ক্ষেত্রে যেমন উৎসাহ দেন, ঠিক তেমনই তাঁকে বোঝেন অনেকটা। এই ভালোবাসার ভিত এত মজবুত তাঁদের বন্ধুত্বের কারণেই।