বলিউডের অন্যতম এভারগ্রিন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বলিউডে তার অবাধ বিচরণ। প্রথম ডেবিউ তিনি করেছিলেন মাত্র ১৬ বছর বয়সে। ১৫ মে ৫৭ বছরে পা দিলেন তিনি।
উত্তম কুমার অভিনীত থানা থেকে আসছি-র পরিচালক হীরেন নাগের ছবি অবোধে প্রথম দেখা গিয়েছিল মাধুরীকে। ১৯৮৪ সালে মুক্তি পেয়েছিল সেই সিনেমা। ছবিতে মাধুরীর বিপরীতে দেখা গিয়েছিল তাপস পালকে।
গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। মাথায় ছোট ছোট করে কাটা চুল ছিল তখন মাধুরীর তাই উইগ পরিয়ে করানো হত শুটিং। মেকআপের মাধ্যমে তাঁকে একেবারে বানিয়ে তোলা হয় গাঁয়ের মেয়ের রূপে।
এই প্রসঙ্গে মাধুরী দীক্ষিত এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার প্রথম ছবির হিরো ছিলেন তাপস পাল। তিনি বাংলার মানুষ ছিলেন। তখন আমি একেবারে নতুন। আমার সতীর্থ তাপস পালও মুম্বইয়ে প্রথম কাজ করছিলেন। দু’জনের মধ্যেই উন্মাদনা কাজ করত।”
অভিনেত্রী আরো জানান, সেই সিনেমার সময় তিনি এতটাই অজ্ঞ ছিলেন যে কাঠের বোর্ড দিয়ে শুটিং সেট তৈরি করা হত তা জানতেন না। ফলে শুটিং সেটের একটি দেওয়ালে একবার হেলান দিয়ে দেওয়াল ভেঙে ফেলেছিলেন। পরে অবশ্য পুরো বিষয়টি জানতে পারেন।