দীপাবলিতে চুলে আগুন লেগে বিপত্তি! শেষ পর্যন্ত ন্যাড়া হতে হল মাধুরী দীক্ষিতকে

বলিউডের অন্যতম এভারগ্রিন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বলিউডে তার অবাধ বিচরণ। প্রথম ডেবিউ তিনি করেছিলেন মাত্র ১৬ বছর বয়সে। এত বছর বয়সে এসেও এখনও অনুরাগীদের ঘুম কাড়ছেন তিনি। তাঁর দেওয়া ছবি দেখে বুকে ঝড় ওঠে ভক্ত মহলের। এই অভিনেত্রীকেই একবার চুল কেটে ফেলতে হয়েছিল। কারণ এই কালীপুজোতেই তার চুলে আগুন লাগে।
জানা যায়, কালী পুজোর সময় বাজি ফাটাতে গিয়েই হয়েছিল বিপত্তি। একটি ছেলে বাজি ফাটিয়ে দিয়েছিলেন তার সামনে। সেই আগুন তার চুলে লেগে চুলের সিংহভাগই পুড়ে যায়। এরপরেই তাঁকে চুল কেটে ফেলতে হয়। তিনি জানান, “বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম। আমার চুল পুড়েছিল, মুখে কিছু হয়নি”।
এই অভিনেত্রীকেও বিতর্ক কম হয়নি। জানা যায়, টিনু আনন্দ প্রকাশের পরিচালনায় অমিতাভ বচ্চনের বিপরীতে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল মাধুরী দীক্ষিতের। কিন্তু সেখানে ব্লাউজ খুলে ব্রা পড়ে আসতে বলা হয়েছিলো অভিনেত্রীকে। কিন্তু এই প্রস্তাব একেবারেই মেনে নিতে পারেননি তিনি। সোজা জানিয়ে দিয়েছিলেন নিজের আপত্তির কথা।
পরিচালক একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন, ১৯৮৯ সালে তিনি অমিতাভ বচ্চন এবং মাধুরী দীক্ষিতকে শানাখত নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ করেছিলেন। কিন্তু ব্রা পরা দৃশ্য করতে বলায় তা অস্বীকার করেছিলেন মাধুরী। এই নিয়ে কথা কাটাকাটিও হয়েছিল। প্রায় এক ঘণ্টা তিনি ড্রেসিংরুম থেকে বের হননি। টিনু দেরি করার কারণ জানতে চাইলে অভিনেত্রী তাঁকে বলেছিলেন, ‘টিনু, আমি এই বিশেষ দৃশ্যটি করতে চাই না।’