বলিউডের অন্যতম এভারগ্রিন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বলিউডে তার অবাধ বিচরণ। প্রথম ডেবিউ তিনি করেছিলেন মাত্র ১৬ বছর বয়সে। এত বছর বয়সে এসেও এখনও অনুরাগীদের ঘুম কাড়ছেন তিনি। তাঁর দেওয়া ছবি দেখে বুকে ঝড় ওঠে ভক্ত মহলের। কিন্তু জানেন কি অন্তঃসত্ত্বা অবস্থাতেও অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয় শুটিংয়ে নাচ করেছেন অভিনেত্রী। আর যা রীতিমত সাড়া ফেলে দিয়েছে।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
তখন সঞ্জয় লীলা বানসালির ছবি দেবদাসের শুটিং চলছিল। প্রায় শেষের দিকে শুটিং হলেও বাকি ছিল কিছু নাচের অংশ। তাতেই গর্ভাবস্থায় পারফর্ম করে তাক লাগিয়ে দেন ধক ধক গার্ল মাধুরী। দেবদাস ছবির শুটের সময় তিনি ছিলেন তিন মাসের অন্তঃসত্ত্বা। হামপে ইয়ে কিসনে… এই গানেই অন্তসত্যাকালীন অবস্থায় নেচেছিলেন মাধুরী দীক্ষিত।
জানা যায়, পরিচালক কুন্দনের কাজের বদলে নির্দেশ দিয়েছিলেন শোলা দিয়ে পোশাকে কাজ করতে। এতে পোশাক অনেক হালকা হয়েছিল। ফলে বেশ সুবিধেই হয়েছিল অভিনেত্রীর। ইচ্ছে করেই এই গানের হুক স্টেপ বসে বসে করা হয়েছিল। অধিকাংশ অংশেই বসিয়ে দেওয়া হয়েছিল মাধুরী দীক্ষিতকে।
বলিউডের কথিত আছে, এই অভিনেত্রীই ছবি বাছাইয়ের ক্ষেত্রে ভীষণই নাক উঁচু। শাহরুখ সালমানের সঙ্গে সিনেমার প্রস্তাব হেলায় ফিরিয়েছিলেন তিনি। তিনি এমন কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন যেগুলোতে অন্য অভিনেত্রীরা অভিনয় করে দারুন সাফল্য পেয়েছিলেন।