রক্তে ভাসছে ঠোঁট! অপমানিত হয়ে কেঁদে ফেলেছিলেন মাধুরী, সেদিন কী হয়েছিল শুটিং ফ্লোরে?

Published on:

রক্তে ভাসছে ঠোঁট! অপমানিত হয়ে কেঁদে ফেলেছিলেন মাধুরী, সেদিন কী হয়েছিল শুটিং ফ্লোরে?

বলিউডের যে সমস্ত জুটি সব সময় চর্চার শিখরে থাকতো তাদের মধ্যে অন্যতম বিনোদ খান্না এবং মাধুরী দীক্ষিতের জুটি। এই জুটির রসায়ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বারবার। এমন কি এখনো ফিরে ফিরে আসে সেই পুরনো কথা।

জানা যায় দয়াবান ছবিতে “তুমপে পেয়ার আয়া হ্যায়” গানের দৃশ্যে মাধুরীকে চুমু খাওয়ার সিন ছিল বিনোদ খান্নার। এই দৃশ্যে অভিনয় করার সময় নায়ক এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে কাট বলার পরেও তারা প্রেম চালিয়ে যাচ্ছিলেন। এমনকি চুমু খেতে গিয়ে মাধুরী দীক্ষিতের ঠোঁট কেটে দিয়েছিলেন বিনোদ খান্না। রক্তে ভেসে গিয়েছিল নায়িকার ঠোঁট সকলের সামনে অপমানিত হয়ে কেঁদে ফেলেছিলেন মাধুরী দীক্ষিত।

   
 ⁠

এই দৃশ্যের অভিনয় নিয়েও চর্চা হয়েছিল প্রচুর। অভিনেত্রী কেন এই দৃশ্য করতে রাজি হয়েছিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে মাধুরী দীক্ষিত তার জবাব দিয়ে জানিয়েছিলেন, বিনোদ খান্নার মতো বড় স্টার এর বিপরীতে কাজ করতে পারবেন সেই সুযোগ কখনোই হাতছাড়া করতে চাননি তিনি। তাই রাজি হয়ে গিয়েছিলেন অন্তরঙ্গ দৃশ্য করার জন্য। এমনকি এই দৃশ্য করার জন্য এক কোটি টাকা নিয়েছিলেন তিনি সেই সময়ে।

  
 ⁠

তবে বেশ কিছু আফসোসও করেছেন অভিনেত্রী। জানিয়েছিলেন, এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়ে জীবনে খুব বড় ভুল করেছিলেন তিনি। কারণ বিনোদ খান্নার এইরকম কর্মকাণ্ডের রেকর্ড আগেও ছিল। শুধুমাত্র মাধুরী দীক্ষিতকে নয়, প্রেম ধর্ম ছবি করার সময় ডিম্পলকেও একটানা চুমু খেয়ে গিয়েছিলেন বিনোদ খান্না। পরিচালকের কাঠ বলার পরেও সেই কান্ড থামাতে পারেননি তিনি। এই নিও চর্চা হয়েছিল প্রচুর।