মহাভারত নিয়ে ছবি করছেন দেব! দ্রৌপদী হবেন কে? প্রকাশ্যে এলো পোস্টার

একের পর এক বড় ধামাকাদার ছবি উপহার দিচ্ছে দেবের প্রোডাকশন হাউস। পুজোর সময় আসছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ । ইতিমধ্যেই প্রকাশ হয়েছে ট্রেলর। এছাড়াও বাঘাযতীন, প্রধানের মত সিনেমাও রয়েছে তালিকাতে। এবার আরো এক চমক দিলেন তিনি।
জানা গিয়েছে মহাভারতের গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন দেব। দীর্ঘদিন ধরেই টলিপাড়ার অন্দরে ‘দ্রৌপদী’ ঘিরে জল্পনা শুরু হয়েছিল। এবার সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে প্রকাশ্যে এল ছবির পোস্টার। ছবির পরিচালক রামকমল মুখোপাধ্যায়। সদ্যই ক্ল্যাপস্টিক হাতে পরিচালকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন দেব।
দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেইনমেন্টত ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই বিগ বাজেট সিনেমা।জনপ্রিয় লেখিকা প্রতিভা রায়ের ‘ইয়াজনাসেনি’ অবলম্বনে এই মেগা বাজেট ছবি বানানো হবে বলে জানা গিয়েছে। তবে দ্রৌপদী কে হবেন তা নিয়ে সংশয়ে ছিলেন দর্শকরা। জানা গিয়েছে এই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে।
এই প্রসঙ্গে দেব এক সাক্ষাৎকারে জানান, বিনোদিনী একটি নটীর উপাখ্যান’র সময়েই দ্রৌপদীকে বড়পর্দায় তুলে ধরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। বিনোদিনী হিসেবে রুক্মিণীর পারফরম্যান্সও তিনি দেখেছেন। সেই জন্য তিনি বু দ্রৌপদীর চরিত্রে রুক্মিণীকেই কাস্ট করতে চেয়েছেন।