বিনোদন

ঢাকে পড়ল কাঠি! এবারে মহালয়ায় কোন চ্যানেলে কে দুর্গা? তালিকায় কি কোয়েল-দিতিপ্রিয়া-কৌশানী?

হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বাঁশ পড়তে শুরু হয়ে গিয়েছে। এদিকে পুজোর আগেই আরো একটি জিনিস অবশ্য বাঙালির আবেগকে প্রশয় দেয়। আর তা হল মহালয়া।

প্রতিবছরই টিভি চ্যানেল গুলো একেক জন তারকাকে দুর্গা বানিয়ে তাক লাগায়। তাই দর্শকরাও বেশ কৌতুহলী থাকে কোন বছর কোন চ্যানেল কাকে দুর্গা করছে তা দেখতে। এছাড়াও কোন চ্যানেলের দুর্গা কেমন পারফর্ম করলো, কোন চ্যানেলের মহালয়া বেশি ভালো হলো তাই নিয়েও চলে জোর টক্কর।

যদিও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। শেষ মুহূর্ত পর্যন্ত সব ঠিক থাকলে এই অভিনেত্রীদের দেখা যাবে এই চ্যানেল গুলোতে। এবারে জানা যাচ্ছে, জি বাংলার জন্য দুর্গা হতে পারেন দিতিপ্রিয়া রায়। এর আগে যদিও ২০২১ সালে স্টার জলসায় দুর্গা হয়েছেন দিতিপ্রিয়া। প্রশংসাও পেয়েছেন দর্শকদের থেকে। তবে এই প্রসঙ্গে অভিনেত্রী কিছুই খোলসা করেননি। তিনি জানান, “এই মুহূর্তে কিছুই বলা সম্ভব নয়। চ্যানেল কতৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা অবধি অপেক্ষা করতে হবে জানার জন্য। প্রাথমিক একটা আলোচনা হয়েছে ঠিকই। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়েছে কি না তা আমার জানা নেই। চ্যানেল আমাকে কিছু জানায়নি”।

অন্যদিকে, স্টার জলসার জন্য দুর্গা হিসেবে দেখা যাবে কোয়েল মল্লিককে। চিন্ময়ী রূপে মহালয়ার সকালে অসুর দমন করবেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলের জন্য দুর্গা সেজেছেন কোয়েল। তবে এবার স্টার জলসায় তাঁকে দুর্গা হিসেবে দেখা যাবে বলেই খবর।

অপর চ্যানেল কালারস বাংলায় দুর্গার রূপে কৌশানি মুখোপাধ্যায়কে দেখা যেতে পারে বলে খবর। ইতিমধ্যেই সেই প্রস্তাব গিয়েছে অভিনেত্রীর কাছে। সম্প্রতি, আবার প্রলয় ওয়েব সিরিজে একেবারে অন্য রকম অভিনয় করে তাক লাগিয়েছেন অভিনেত্রী। তাঁর অভিনয়ের প্রশংসা করেছে বিভিন্ন মহল।

Back to top button