এই প্রথম ওয়েব সিরিজে মহালয়া! মহামায়ার রূপে রাজনন্দিনী

Avatar

Published on:

এই প্রথম ওয়েব সিরিজে মহালয়া! মহামায়ার রূপে রাজনন্দিনী

হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বাঁশ পরা শুরু হয়ে গিয়েছে। এদিকে পুজোর আগেই আরও একটি জিনিস অবশ্য বাঙালির আবেগকে প্রশয় দেয়। আর তা হল মহালয়া।

প্রতিবছরই টিভি চ্যানেল গুলো একেক জন তারকাকে দুর্গা বানিয়ে তাক লাগায়। তাই দর্শকরাও বেশ কৌতুহলী থাকে কোন বছর কোন চ্যানেল কাকে দুর্গা করছে তা দেখতে। এছাড়াও কোন চ্যানেলের দুর্গা কেমন পারফর্ম করলো, কোন চ্যানেলের মহালয়া বেশি ভালো হলো তাই নিয়েও চলে জোর টক্কর। এইবার প্রথম ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে মহালয়া।

   
 ⁠

ওয়েব সিরিজের আকারে মহিষাসুরমর্দিনী দেখাবে হইচই। মহালয়ার সকালেই মুক্তি পাবে এই মহিষাসুরমর্দিনী ওয়ের সিরিজ। পরিচালনা করছেন সায়ন্তন মুখোপাধ্যায়। দুর্গার ভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী পালকে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রথম লুক। এই সিরিজে তুলে ধরা হবে সতীর পৌরাণিক গল্প ও অন্যান্য একাধিক পৌরাণিক গল্প ও চরিত্রকে।

  
 ⁠

অপরদিকে, জি বাংলার পর্দায় ধরা দেবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার তার সঙ্গে এই চ্যানেলে দেবী দুর্গার অন্যান্য রূপে ধরা দেবেন বিভিন্ন ধারাবাহিকের নায়িকারা। কোন নায়িকাকে কোন চরিত্রে দেখা যাবে সেই ঝলকও প্রকাশ্যে এসেছে।

স্টার জলসায় দুর্গা হচ্ছেন কোয়েল মল্লিক। ইতিমধ্যেই তার প্রথম ঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ছবিতে দেখা যাচ্ছে, লাল বেনারসি, গা ভরা সোনার গয়না, কপালে ত্রিনয়ন ও খোলা লম্বা মেঘের মতো চুলে সৌম্য রূপে ধরা দিয়েছেন তিনি। তাঁকে দেখে মুখ থেকে কথা সরছে না অনুরাগীদের। একটাই বক্তব্য সকলের, ‘আহা কী স্নিগ্ধ’।