সিরিয়াল

গৌরী রূপে কোয়েল, দেবাদিদেব হলেন রনজয়! মহালয়ার আগেই দেখুন ‘যা দেবী সর্বভূতেষু’র ঝলক

হাতে গোনা আর কয়েক দিনের অপেক্ষা। তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বাঁশ পড়তে শুরু হয়ে গিয়েছে। এদিকে পুজোর আগেই আরো একটি জিনিস অবশ্য বাঙালির আবেগকে প্রশয় দেয়। আর তা হল মহালয়া।

প্রতিবছরই টিভি চ্যানেল গুলো একেক জন তারকাকে দুর্গা বানিয়ে তাক লাগায়। তাই দর্শকরাও বেশ কৌতুহলী থাকে কোন বছর কোন চ্যানেল কাকে দুর্গা করছে তা দেখতে। এছাড়াও কোন চ্যানেলের দুর্গা কেমন পারফর্ম করলো, কোন চ্যানেলের মহালয়া বেশি ভালো হলো তাই নিয়েও চলে জোর টক্কর।

আরও পড়ুন:  রাতের অন্ধকারে অকথ্য অত্যাচারে শিমুলের মাথা ফাটালো পরাগ! কার কাছে কই মনের কথায় নারী নির্যাতন দেখে ক্ষুব্ধ দর্শকরা

স্টার জলসায় দুর্গা হচ্ছেন কোয়েল মল্লিক। ইতিমধ্যেই তার প্রথম ঝলক প্রকাশ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। ছবিতে দেখা যাচ্ছে, লাল বেনারসি, গা ভরা সোনার গয়না, কপালে ত্রিনয়ন ও খোলা লম্বা মেঘের মতো চুলে সৌম্য রূপে ধরা দিয়েছেন তিনি। তাঁকে দেখে মুখ থেকে কথা সরছে না অনুরাগীদের। একটাই বক্তব্য সকলের, ‘আহা কী স্নিগ্ধ’।

আরও পড়ুন: জোর টক্কর জগদ্ধাত্রী-অনুরাগের ছোঁয়ার! TRP-এর লড়াইয়ে এবার কে এগিয়ে? জানুন এই সপ্তাহের TRP রেটিং

এবার মহালয়ার এক সপ্তাহ আগে প্রকাশ্যে এলো ‘যা দেবী সর্বভূতেষু’র ৪০ সেকেন্ডের এক ভিডিও। যেখানে শিব পার্বতীর বিয়ের ঝলকও চোখে পড়ছে। শিব রূপে দেখা যাবে রনজয় বিষ্ণুকে। সতী, পার্বতী এবং দেবী দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন কোয়েল। মহিষাসুরের ভূমিকায় অভিনয় করেছেন। অপরদিকে, শুভমিতাকে দেখা যাবে মহামায়া হিসেবে। দ্বীপান্বিতা আর সুস্মিতা যথাক্রমে অন্নপূর্ণা ও ব্রহ্মচারিণীর ভূমিকায় অভিনয় করেছেন।

মহালয়ার দিন ভোর পাঁচটায় সংশ্লিষ্ট চ্যানেলে অনুষ্ঠিত হবে তাঁর এই মহালয়া। চিন্ময়ী রূপে মহালয়ার সকালে অসুর দমন করবেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলের জন্য দুর্গা সেজেছেন কোয়েল।পুরো অনুষ্ঠানটি দর্শকের কেমন লাগে, এখন সেটাই দেখার।

Back to top button